সংবাদ শিরোনাম:
নিয়ম বর্হিভূত ভাবে ভূঞাপুরে ৯কোটি টাকার জব্দ বালু ৫০ লাখে বিক্রি টাঙ্গাইলে সেফ লাইফ বাংলাদেশের ঈদ উপহার বিতরণ  বাসাইলে মানসিক ভারসাম্যহীন এক ভিক্ষুকে ধর্ষণের চেষ্টা; যুবককে গণধোলাই  টাঙ্গাইল সদর থানায় শ্রেষ্ঠ এসআই শ্রী রামকৃষ্ণ টাঙ্গাইলে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল  সংবাদ প্রকাশের জেরে ঘাটাইলে মানবজমিন প্রতিনিধির ওপর হামলা দায়িত্ব গ্রহণের তিন মাসেই দু’বার শ্রেষ্ঠ সার্কেল অফিসার আরিফ সোনিয়া ফাউন্ডেশনের সোনিয়ার বিরুদ্ধে ভুক্তভোগী রোজিনার সংবাদ সম্মেলন  টাঙ্গাইলের ঘাটাইলে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইলের ঘাটাইলে শারীরিক শিক্ষা শিক্ষক সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল

মির্জাপুরে ত্রিমুখী সংঘর্ষে বাবা-মেয়ে সহ ছয়জন নিহত

  • আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২০
  • ৬৩০ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক: গোড়াই-সখীপুর সড়কে মির্জাপুর উপজেলার বেলতৈল বটতলা নামকস্থানে সোমবার (০৯ মার্চ) সকালে মাটিভর্তি ড্রামট্রাক-যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে বাবা-মেয়ে সহ ৬ জন নিহত এবং প্রাইভেটকার চালক গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হচ্ছেন, মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামের খলিল মিয়ার ছেলে হৃদয় (১৮), কুড়াতলী গ্রামের হাশেম আলীর ছেলে মাশরাফুল (৮), একই গ্রামের জহুর উদ্দিনের ছেলে সোনাম উদ্দিন (৬০), ঘাঘরাই গ্রামের স্কুল শিক্ষক জাকির হোসেন (৪০), কুড়াতলী গ্রামের হাফিজ উদ্দিন (৬০) ও তার মেয়ে রেনু আক্তার (২৫)। নিহতরা প্রত্যেকেই সিএনজি চালিত অটোরিকশার যাত্রী ছিলেন। প্রাইভেটকারের চালক আহত রাব্বিকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমবার সকাল ১০টার দিকে সখীপুরের দিক থেকে ছেড়ে আসা হাটুভাঙাগামী মার্টিভর্তি দ্রুতগতির একটি ড্রামট্রাক সামনে থাকা যাত্রীবাহী একটি সিএনজিকে ওভারটেক করতে না পেরে চাপা দেয় এবং একই সময় বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ ত্রিমুখী সংঘর্ষে প্রাইভেটকার ও সিএনজি চালিত অটোরিকশা দুমড়ে-মুচরে যায়। সিএনজি চালিত অটোরিকশাটি উল্টে যাত্রী হৃদয় ও মাশরাফুল ঘটনাস্থলেই নিহত এবং অটোরিকশার চার জন ও প্রাইভেটকারের চালক গুরুতর আহত হন। হাসপাতালে নেয়ার পথে অটোরিকশা যাত্রী সোনাম উদ্দিন মারা যান। মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় কুড়াতলী গ্রামের জাকির মাষ্টার, হাফিজ উদ্দিন ও তার মেয়ে রেনু আক্তার মারা যায়।

প্রাইভেটকারের চালক আহত রাব্বি জানান, ড্রাম ট্রাকের চালক সিএনজি চালিত অটোরিকশাকে ওভারটেক করতে না পেরে চাপা দিয়ে এগিয়ে আসার সময় প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়।

এ বিষয়ে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সায়েদুর রহমান ছয় জনের মৃত্যুর কথা স্বীকার করে বলেন, ড্রামট্রাক আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme