প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর: মির্জাপুরে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার মির্জাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।
মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মালেকের সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সেলিম আহমেদ, মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু প্রমুখ।
দিনব্যাপী এ কর্মশালায় উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ছাত্র-শিক্ষক, এনজিও ও সাংবাদিক প্রতিনিধিরা অংশ নেন।