সংবাদ শিরোনাম:
সোসাইটি ফর সোস্যাল সার্ভিস এর নির্বাহী পরিচালক আব্দুল হামিদ ভুঁইয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ডিসি অফিসের সরোয়ারের প্রতারণার নতুন ফাঁদ, মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা ভূঞাপুরে সরকারি রাস্তার মাটি কাটার বিষয়ে তদন্তে সার্ভেয়ারের মন্তব্যে এলাকাবাসীর ক্ষোভ ! টাঙ্গাইল মাদকদ্রব্য অধিদপ্তরের ক্যাশিয়ার ফরিদের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ টাঙ্গাইলে সাংবাদিকদের সাথে সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর মতবিনিময় টাঙ্গাইল সদর ৫ আসনের এমপি পদপ্রার্থী সাতিলের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ২৫ বছর পর এসডিএস’র টাকা ফেরত পেলো গ্রাহকরা ডিসি অফিসের সরোয়ারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুদকে! অর্থ লুটের ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তিন কর্মকর্তা বরখাস্ত নাগরপুরে ভুয়া ডাক্তারকে এক লাখ টাকা জরিমানা

মির্জাপুরে পাকুল্যায় ফুটওভার ব্রীজের দাবিতে মানববন্ধন

  • আপডেট : সোমবার, ২০ মে, ২০১৯
  • ৬৬০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : মির্জাপুরের পাকুল্যায় ফুটওভার ব্রীজের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপর অবস্থান নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

মানববন্ধন চলাকালে মহাসড়কের উভয় পাশে দুই কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে অবরোধকারীদের সড়িয়ে নিলে প্রায় এক ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

সোমবার সকল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত নিরাপদ সড়ক ও ফুটওভার ব্রীজের দাবিতে মহাসড়কে উপর অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে মানববন্ধন করেন এলাকাবাসী।

এ সময় তারা ‘ফুটওভার ব্রীজের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বীর মুক্তিযোদ্ধা এস এম আবু মতিন ফাক্কন বলেন, আমরা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার হচ্ছি। মাঝে মধ্যে এখানে দূর্ঘটনা ঘটলেও প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না। পারাপার রত পথচারীদের জীবন রক্ষায় সরকারের কাছে একটি ফুটওভার ব্রীজ করার দাবি জানানো হয়।

মানববন্ধকারী মো. মনির হোসেন জানান, ‘আমরা ফুটওভার ব্রীজের দাবিতে মহাসড়কে মানববন্ধন করছি।নিরাপদ সড়কের দাবিতে জনগুরুত্বপুর্ন আমাদের এই পাকুল্যাতে একটি ফুটওভার ব্রীজ খুবই প্রয়োজন।

মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মঈনুল হকজানান, মহাসড়কের পাকুল্যাতে ফুটওভার ব্রীজ নির্মাণের জন্য সরকারের উচ্চমহলে সুপারিশ পাঠানো হবে।

উল্লেখ্য,‘ গত ১৬ মে বৃহস্পতিবার উপজেলার মামদুপুরের সুলতান মিয়ার স্ত্রী শিউলি বেগম মহাসড়কের ওই এলাকায় রাস্তাপারাপারের সময় দ্রুত গতির কাভার্ড ভ্যানের চাপায় নিহত হন। একই ঘটনায় তার মেয়ে সুমনা (১০) গুরুতর আহত হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme