সংবাদ শিরোনাম:

মির্জাপুরে ১৮তম ডিসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ

  • আপডেট : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৭৭৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর: মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে পুলিশের ১৮তম ডিসি ব্যাচের ক্যাডেটদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে সমাপনী কুচকাওয়াজ শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের ডিআইজি মো. ময়নুল ইসলাম।

গত বছরের ১ আগস্ট থেকে পুলিশের ১ হাজার ৪৭৪ জন প্রশিক্ষণার্থী ১৮তম ডিসি ব্যাচে অংশ নেয়। তাদের মধ্যে ১ হাজার ৪৬১ জন ট্রেনিং কোর্স সফলভাবে সমাপ্ত করেন। প্রশিক্ষণার্থীদের মধ্যে সেরা ১০ জনকে সার্টিফিকেট ও ৩ জনকে ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে ডিআইজি মো. ময়নুল ইসলাম তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রুপকল্প ২০২১ ও রুপকল্প ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে উন্নত বাংলাদেশ বিনির্মাণ ও আইন-শৃঙ্খলা রক্ষায় প্রত্যেক প্রশিক্ষণার্থীকে নিবেদিত হয়ে কাজ করতে হবে। এর আগে ডিআইজি খোলা জিপে চড়ে কুচকাওয়াজ পরিদর্শন করেন।

এসময় মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট শামীমা বেগম পিপিএম, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম, মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার কাজী নুসরাত এদীপ লুনা, সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মির্জাপুর সার্কেল দিপঙ্কর ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme