প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর: মির্জাপুরে অটিস্টিক ও প্রতিবন্ধীদের সুপ্ত প্রতিভা বিকাশ সম্পর্কে সচেতনতা ও শিক্ষা উপকরণ এবং বিনামূল্যে থেরাপী প্রদান করা হয়েছে। সোমবার (০৩ ফেব্রুয়ারি) লার্ন এন্ড লিভ ফাউন্ডেশনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-০৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য মো. একাব্বর হোসেন।
লার্ন এন্ড লিভ ফাউন্ডেশনের সহ-সভাপতি লন্ডন প্রবাসী ফরিদা ইয়াসমিন জেসির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মালেক, মির্জাপুর থানা অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ, লার্ন এন্ড লিভ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শাহ্ আল মাসুদ রানা, প্রতিবন্ধী শিক্ষার্থী আবুবক্কর প্রমুখ।
শেষে প্রধান অতিথি ৪০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ ও থেরাপী প্রদানের সরঞ্জাম প্রদান করা হয়।