সংবাদ শিরোনাম:
গোপালপুরে ঝাওয়াল ইউনিয়নে সেনা সদস্যের বসতবাড়ীতে হামলা ও চাঁদা দাবি ভূঞাপুর পৌর শহরের বাসা-বাড়িতে বৃষ্টির পানি, পৌরবাসীর চরম দুর্ভোগ টাঙ্গাইলে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ১০ শহরের সাবলিয়ার বনফুল টাওয়ার নিয়ে পুলিশের সাবেক কন্সটেবল উজ্জল চক্রবর্তীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন কালিহাতীতে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ অনুষ্ঠিত  ভূঞাপুরে টাইলসের দোকানে চুরি, ল্যাপটপসহ নগদ টাকা লুটপাট  টাঙ্গাইলে ৬ ক্লিনিক ও ফার্মেসীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত টাঙ্গাইল জাতীয়তাবাদী ফোরাম ইউকে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ভূঞাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস গিয়ে পড়লো বসত ঘরের উপর; বৃদ্ধ নিহত, আহত ১০ বিএনপি’তে কাউকে অনুপ্রবেশ করতে দেয়া হবে না: স্বপন ফকির
মির্জাপুরে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

মির্জাপুরে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুরঃ টাঙ্গাইলের মির্জাপুরে বন্যার্ত অসহায় পরিবারে মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে মির্জাপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বাওয়ার কুমারজানী মধ্যপাড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দেয়া খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, মির্জাপুর প্রেসক্লাব সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী মো. আবু তাহের মোল্লাহ্ বাওয়ার কুমারজানী মধ্যপাড়া জামে মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি হাজী আব্দুর রউফ দুলাল, মির্জাপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মারুফ হোসেন, ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি উজ্জল সিকদার, সমাজ সেবক রফিকুল ইসলাম, প্রমুখ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুজ্জামান জানান, উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ইতিমধ্যে প্রায় ছয় হাজার বন্যার্ত অসহায় পরিবারের মধ্যে ৬০ টন চালসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

আরও খবর পড়ুন,মির্জাপুরে অপহরণের দুই সপ্তাহেও উদ্ধার হয়নি স্কুল ছাত্রী মেহেরিন

টাঙ্গাইলের মির্জাপুরে মেহেরিন আক্তার নামে সপ্তম এক স্কুল ছাত্রী অপহরণের দুই সপ্তহ পার হলেও তাকে উদ্ধার বা ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

গত ৩ আগস্ট বাড়ির পাশে বিলের ধার থেকে অস্ত্রের মুখে মেহেরিনকে অপরহরণ করা হয়। অপহরণের পর গত ৫ আগস্ট মেহেরিনের বাবা অপহরণকারীর প্রধান নাহিদ হোসেনসহ তিনজনের নামসহ অজ্ঞাত আরও ২/৩ জনকে আসাীমে করে মির্জাপুর থানায় মামলা দেন। কিন্ত অপহরণের দুই সপ্তাহ অতিবাহিত হলেও স্কুল ছাত্রীকে উদ্ধার বা ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মামলার এজাহার ও অপহৃতের পরিবারের সদস্যরা জানান, উপজেলার তেলিনা গ্রামের মো. হুমায়ুন কবীরের মেয়ে মেহেরিন আক্তার (১৩) পাশ্ববর্তী কালিয়াকৈর উপজেলার রশিদপুর উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে লেখাপড়া করে। বাড়ি থেকে প্রতিদিন পায়ে হেঁটে স্কুলে আসা যাওয়ার পথে রশিদপুর গ্রামের ভুলু মিয়ার ছেলে নাহিদ হোসেন তাকে প্রেমের প্রস্তাব দিয়ে নানাভাবে উক্ত্যক্ত করতে থাকে। মেহেবিন এসব কথা পরিবারের সদস্যদের জানালে বিষয়টা তারা বাবা মা অপহরণকারী নাহিদের বাবাকে জানান।

এতে নাহিদ আরো ক্ষিপ্ত হয়ে মেহেরিনকে অপহরণের হুমকি দিয়ে দেয়। এ ঘটনার জের ধরে গত ৩ আগষ্ট সকাল আনুমানিক সাড়ে আটটার দিকে মেহেরিন বাড়ীর পাশে বিলের কাছে গেলে সেখান থেকে অপহরণকারী নাহিদ হোসেন ও তার সহযোগিরা অস্ত্রের মুখে মেহেরিনকে জিম্মি করে ইঞ্জিনচালিত সেলু নৌকায় তুলে নিয়ে যায়। খবর পেয়ে মেহেবিনের বাবা ও স্বজনরা ঘটনাস্থলে গিয়ে কাউকে না পেয়ে নাহিদের বাড়ীতে যান।

পরে সেখানে গিয়ে নাহিদের বাবা মাকে ঘটনা খুলে বললে তার অপহৃত মেয়েকে ফেরত দেওয়ার কথা বলে মোবাইল ফোনে নাহিদের সাথে যোগাযোগ করতে থাকেন। কিন্ত দুই দিন অতিবাহিত হলেও মেয়েকে ফেরৎ না দিয়ে তারা কালক্ষেপন করতে থাকে। পরে স্কুল ছাত্রীর বাবা হুমায়ুন কবীর বাদী হয়ে গত ৫ আগষ্ট দুপুরে মির্জাপুর থানায় নাহিদসহ তিনজনের নাম উল্লেখ করে অপহরণের মামলা দেন। মামলার অন্য আসামীরা হলেন, একই গ্রামের রায়হান ও শিপলু। মামলায় অজ্ঞাত আরও ২/৩জনকে আসামী করা হয়েছে।

এদিকে অপহৃতের বাবা হুমায়ুন কবীর জানান, দুই সপ্তাহ অতিবাহিত হলেও পুলিশ তার মেয়েকে উদ্ধার বা ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) দিপু সরকার জানান, অপহরণের মামলা রেকর্ড করা হয়েছে। একাধিক স্থানে অভিযানের পাশাপাশি তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামীদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার ও স্কুল ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840