প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : মির্জাপুরে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির লাশ সোমবার (২৭ মে) উপজেলার লতিফপুর ইউনিয়নের গেড়াকি দক্ষিণপাড়া এলাকায় রাস্তার পাশ থেকে উদ্ধার করা হয়।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক জানান, সোমবার রাস্তার পাশে এক ব্যাক্তিকে পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।