অপরাধমির্জাপুররাজনীতিসর্বশেষস্লাইডার

মির্জাপুরে সরকারি রাস্তায় বাঁশের বেড়া: চলাচলে চরম দুর্ভোগ

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি রাস্তায় বাঁশের বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত নেতা জিহক খান রুদ্র আজগানা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি এবং সৈয়দপুর গ্রামের মৃত আজম খানের ছেলে।

স্থানীয়রা জানান, সৈয়দপুর গ্রামের একমাত্র এই সরকারি রাস্তাটি দিয়ে প্রতিদিন প্রায় এক হাজার মানুষ চলাচল করেন। পাশাপাশি রাস্তাটি দিয়ে এমএসবি ব্রিকস নামে একটি ইটভাটার গাড়ি যাতায়াত করে। গত মঙ্গলবার রাতে রাস্তায় বাঁশের বেড়া দেওয়া হয়, যা সাধারণ মানুষের চলাচল কার্যত বন্ধ করে দিয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, ইটভাটার গাড়ি চলাচল বন্ধের উদ্দেশ্যেই এই বেড়া দেওয়া হয়েছে। তারা আরও জানান, ছাত্রলীগ নেতা রুদ্র পূর্বে ইটভাটার মালিক নুর মোহাম্মদের কাছ থেকে রাস্তাটি ব্যবহারের জন্য মোটা অঙ্কের টাকা নিতেন। তবে সাম্প্রতিক সময়ে ইটভাটার মালিক টাকা দিতে অস্বীকৃতি জানালে রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা মেহের আলী, আব্বাস আলী এবং আনোয়ার হোসেন বলেন, “রাস্তাটি বন্ধ থাকায় আমাদের বাসা-বাড়ির নির্মাণসামগ্রী আনতে ব্যাপক সমস্যা হচ্ছে। ট্রাক থেকে মালামাল নামিয়ে ভ্যানে নিতে হয়, যা খরচ কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছে।”

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, রুদ্র দলীয় প্রভাব খাটিয়ে সরকারি খাস খতিয়ানের জায়গায় অবৈধ দোকান নির্মাণ করেছেন এবং সেগুলো ভাড়া দিচ্ছেন। আগে ইটভাটার মালিকের কাছ থেকে প্রতি বছর টাকা নিলেও, এবার টাকা না পাওয়ায় রাতের আঁধারে নিজের দোকান ভেঙে ইটভাটার মালিক নুর মোহাম্মদকে দোষারোপ করছেন।

অভিযুক্ত জিহক খান রুদ্র বলেন, “আমরা ২০০৯ সালে জায়গাটি ক্রয় করেছি। তবে ২৪ শতাংশ জায়গা সরকারের নামে রেকর্ড হওয়ায় আদালতে মামলা করেছি। আদালত উভয় পক্ষকে স্থিতিশীল থাকার নির্দেশ দিয়েছেন। ইটভাটার মালিক নুর মোহাম্মদ সেই নির্দেশ অমান্য করে দোকান ভেঙেছেন। বিষয়টি নিয়ে আমরা সংবাদ সম্মেলন করেছি।”

এমএসবি ব্রিকস ইটভাটার মালিক নুর মোহাম্মদ বলেন, “রুদ্র আমাদের কাছ থেকে ৩ লাখ ৫০ হাজার টাকা নিয়েছেন। এখন জায়গাটি সরকারি খাস খতিয়ানভুক্ত হওয়ায় টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি মিথ্যা অভিযোগ করছেন এবং নিজের দোকান ভেঙে আমাদের ফাঁসানোর চেষ্টা করছেন।”

মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান জানান, “রাস্তায় বাঁশের বেড়া সরানোর জন্য স্থানীয় নায়েবকে পাঠানো হয়েছে। যদি বেড়া না সরানো হয়, বিষয়টি আদালতকে জানানো হবে।”

সরকারি রাস্তা বন্ধ করে দেওয়ায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। এ অবস্থায় বিষয়টির দ্রুত সমাধানে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।

Mostak Hossain

আমাদের এডিটর-ইন-চিফ একজন পাকা সাংবাদিক যিনি শিল্পে বছরের পর বছর অভিজ্ঞতার সাথে। বিশদ বিবরণের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি এবং গল্প বলার প্রতি অনুরাগ সহ, তিনি আমাদের নিউজরুমকে সর্বোচ্চ স্তরের সম্পাদকীয় মান দিয়ে নেতৃত্ব দেন। সংবাদ সংগ্রহ, তথ্য-পরীক্ষা এবং সম্পাদকীয় সিদ্ধান্ত গ্রহণে তার দক্ষতা নিশ্চিত করে যে আমরা প্রকাশ করি প্রতিটি নিবন্ধ ন্যায্য, নির্ভুল এবং প্রভাবশালী। তিনি আমাদের পাঠকদের সবচেয়ে প্রাসঙ্গিক এবং আকর্ষক বিষয়বস্তু প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ, এবং তার নেতৃত্ব আমাদের প্রকাশনাকে অসংখ্য পুরস্কার এবং প্রশংসা অর্জন করেছে।