সংবাদ শিরোনাম:
মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মির্জাপুরে ৫০ বেডের আইসোলেশন ইউনিট চালু হচ্ছে

  • আপডেট : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০
  • ৪৯৩ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে এই প্রথম ৫০ বেডের করোনা আইসোলেশন ইউনিট হচ্ছে মির্জাপুরে আলহাজ্ব শফিউদ্দিন মিঞা এন্ড একাব্বর হোসেন টেকনিক্যাল কলেজ। সড়ক পরিবহন সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন এমপির উদ্যোগ ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এই ৫০ বেডের করোনা আইসোলেশন ইউনিট হচ্ছে শুক্রবার (১০ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক জানিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক বলেন, এমপির নির্দেশনায় আলহাজ্ব শফিউদ্দিন মিঞা এন্ড একাব্বর হোসেন টেকনিক্যাল কলেজকে ৫০ বেডের করোনা আইসোলেশ ইউনিট চালুর জন্য সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন। কলেজটি কয়েক দফা পরিদর্শন করে ৫০ বেডের করোনা আইসোলেশ ইউনিট চালুর উপযোগী করা হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম বলেন, উপজেলা সরকারী হাসপাতালেও স্বল্প পরিসরে করোনা আইসোলেশন রয়েছে। সরকারী স্বাস্থ্য সেবার পাশাপাশি এলাকার অসহায় লোকজনদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এমপি মহোদয় তার ব্যক্তিগত উদ্যোগে তার নিজ কলেজকে ৫০ বেডের করোনা আইসোলেশন ইউনিট চালু করার নির্দেশ দিয়েছেন।

উপজেলা প্রশাসন থেকে ইতিমধ্যে কলেজটি পরিদর্শন করে সকল প্রকার প্রস্তুতি নেওয়া হয়েছে। যারা করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি থাকবেন তাদের সকল প্রকার সুবিধা দেওয়া হবে। চিকিৎসা, ওষুধপত্র, খাবারসহ সব ধরনের সুবিধা পাবেন। এছাড়া সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিও জন্য সেনাবাহিনী, পুলিশ, স্বাস্থ্য বিভাগ, উপজেলা প্রশাসন ও এমপি দিনরাত এলাকায় কাজ করে যাচ্ছেন।

বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন এমপি বলেন, আমি রাজনীতি করি জনগনের জন্য। জনগন আমাকে ভোট দিয়ে বারবার এমপি নির্বাচিত করেছেন। করোনা ভাইরাস সংক্রমনের ফলে দেশে আজ নানা ভাবে দুর্যোগ চলছে। এই সময়ে জনগনের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব ও কর্তব্য।

ইতিমধ্যে জনগনের স্বাস্থ্য সেবা সুরক্ষিত করতে আলহাজ্ব শফিউদ্দিন মিঞা এন্ড একাব্বর হোসেন টেকনিক্যাল কলেজকে ৫০ বেডের জন্য করোনা আইসোলেশন ইউনিট চালু কারার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়।ইউনিটের জন্য সব ধরনের সহযোগিতা করা হবে বলে তিনি ঘোষনা দিয়েছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme