সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরামের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত টাংগাইল শহরের ১৮ নং ওয়ার্ডের ইফতার মাহফিল অনুষ্ঠিত নিয়ম বর্হিভূত ভাবে ভূঞাপুরে ৯কোটি টাকার জব্দ বালু ৫০ লাখে বিক্রি টাঙ্গাইলে সেফ লাইফ বাংলাদেশের ঈদ উপহার বিতরণ  বাসাইলে মানসিক ভারসাম্যহীন এক ভিক্ষুকে ধর্ষণের চেষ্টা; যুবককে গণধোলাই  টাঙ্গাইল সদর থানায় শ্রেষ্ঠ এসআই শ্রী রামকৃষ্ণ টাঙ্গাইলে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল  সংবাদ প্রকাশের জেরে ঘাটাইলে মানবজমিন প্রতিনিধির ওপর হামলা দায়িত্ব গ্রহণের তিন মাসেই দু’বার শ্রেষ্ঠ সার্কেল অফিসার আরিফ সোনিয়া ফাউন্ডেশনের সোনিয়ার বিরুদ্ধে ভুক্তভোগী রোজিনার সংবাদ সম্মেলন 

মির্জাপুরে ৫০ বেডের আইসোলেশন ইউনিট চালু হচ্ছে

  • আপডেট : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০
  • ৪৮০ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে এই প্রথম ৫০ বেডের করোনা আইসোলেশন ইউনিট হচ্ছে মির্জাপুরে আলহাজ্ব শফিউদ্দিন মিঞা এন্ড একাব্বর হোসেন টেকনিক্যাল কলেজ। সড়ক পরিবহন সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন এমপির উদ্যোগ ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এই ৫০ বেডের করোনা আইসোলেশন ইউনিট হচ্ছে শুক্রবার (১০ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক জানিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক বলেন, এমপির নির্দেশনায় আলহাজ্ব শফিউদ্দিন মিঞা এন্ড একাব্বর হোসেন টেকনিক্যাল কলেজকে ৫০ বেডের করোনা আইসোলেশ ইউনিট চালুর জন্য সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন। কলেজটি কয়েক দফা পরিদর্শন করে ৫০ বেডের করোনা আইসোলেশ ইউনিট চালুর উপযোগী করা হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম বলেন, উপজেলা সরকারী হাসপাতালেও স্বল্প পরিসরে করোনা আইসোলেশন রয়েছে। সরকারী স্বাস্থ্য সেবার পাশাপাশি এলাকার অসহায় লোকজনদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এমপি মহোদয় তার ব্যক্তিগত উদ্যোগে তার নিজ কলেজকে ৫০ বেডের করোনা আইসোলেশন ইউনিট চালু করার নির্দেশ দিয়েছেন।

উপজেলা প্রশাসন থেকে ইতিমধ্যে কলেজটি পরিদর্শন করে সকল প্রকার প্রস্তুতি নেওয়া হয়েছে। যারা করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি থাকবেন তাদের সকল প্রকার সুবিধা দেওয়া হবে। চিকিৎসা, ওষুধপত্র, খাবারসহ সব ধরনের সুবিধা পাবেন। এছাড়া সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিও জন্য সেনাবাহিনী, পুলিশ, স্বাস্থ্য বিভাগ, উপজেলা প্রশাসন ও এমপি দিনরাত এলাকায় কাজ করে যাচ্ছেন।

বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন এমপি বলেন, আমি রাজনীতি করি জনগনের জন্য। জনগন আমাকে ভোট দিয়ে বারবার এমপি নির্বাচিত করেছেন। করোনা ভাইরাস সংক্রমনের ফলে দেশে আজ নানা ভাবে দুর্যোগ চলছে। এই সময়ে জনগনের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব ও কর্তব্য।

ইতিমধ্যে জনগনের স্বাস্থ্য সেবা সুরক্ষিত করতে আলহাজ্ব শফিউদ্দিন মিঞা এন্ড একাব্বর হোসেন টেকনিক্যাল কলেজকে ৫০ বেডের জন্য করোনা আইসোলেশন ইউনিট চালু কারার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়।ইউনিটের জন্য সব ধরনের সহযোগিতা করা হবে বলে তিনি ঘোষনা দিয়েছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme