সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে পুজামন্ডপ পরিদর্শন করলেন….. সুলতান সালাউদ্দিন টুকু যুক্তরাজ্যে টাঙ্গাইল জাতীয়তাবাদী ফোরাম ইউকে নব গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত টাঙ্গাইলে কলেজ ছাত্র ইমন হত্যা মামলা, আ’লীগের ২ নেতা গ্রেপ্তার টাঙ্গাইলে ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় আ’লীগ নেতা গ্রেপ্তার সখীপুরে বেশি দামে ডিম বিক্রি করায় তিন আড়তদারকে ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা মধুপুরে চাঁদমণি ব্রেড ও বিস্কুট ফ্যাক্টরিতে১৫ হাজার টাকা জরিমানা এবারের পুজাটি যেন নতুন বাংলাদেশের পুজা হয়….উপদেষ্টা ফরিদা আখতার গোপালপুরে ঝাওয়াল ইউনিয়নে সেনা সদস্যের বসতবাড়ীতে হামলা ও চাঁদা দাবি ভূঞাপুর পৌর শহরের বাসা-বাড়িতে বৃষ্টির পানি, পৌরবাসীর চরম দুর্ভোগ টাঙ্গাইলে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ১০
মির্জাপুর এমপি ও তার পরিবার করোনা মুক্ত

মির্জাপুর এমপি ও তার পরিবার করোনা মুক্ত

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন ও তাঁর স্ত্রী ঝর্ণা হোসেন অবশেষে করোনা মুক্ত হয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধায় এ তথ্য নিশ্চিত করেছেন সাংসদ একাব্বর হোসেনের ছেলে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক তাহরীম হোসেন সীমান্ত।

গত ১৯ আগস্ট সাংসদ একাব্বর হোসেনের শরীরের করোনা ভাইরাস শনাক্ত হলে প্রধানমন্ত্রীর পরামর্শে ওই দিন রাতেই তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ভর্তি করা হয়।

এর দুই দিন আগে সাংসদ একাব্বর হোসেনের স্ত্রী ঝর্ণা হোসেনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।

তবে তিনি ধানমন্ডীর বাসায় থেকে চিকিৎসা নেন।অন্যদিকে করোনা আক্রান্ত হয়ে এমপি একাব্বর হোসেন গত দুই সপ্তাহ সিএমইচএ ভর্তি থেকে চিকিৎসা নেন।

মঙ্গলবার সকালে তিনি ও তাঁর স্ত্রী নমূনা দিলে সন্ধায় তাদের রিপোর্ট নেগেটিভ আসে।

এমপি একাব্বর হোসেন ও তাঁর স্ত্রীর করোনা আক্রান্তের খবরে তাঁদের রোগমুক্তি কামনা করে মির্জাপুর উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার সাড়ে সাতশ মসজিদে বাদ জু’মা একযুগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এদিকে এমপি একাব্বর হোসেন ও তাঁর স্ত্রী ঝর্ণা হোসেন রোগ মুক্ত হওয়ায় সহযোগিতার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাসহ এই সময়ে বিভিন্ন মসজিদে এবং ব্যক্তিগত ভাবে যারা দোয়া করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেছেন তাদের একমাত্র পুত্র তাহরীম হোসেন সীমান্ত।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840