সংবাদ শিরোনাম:
স্বৈরাচার বিদায় হয়েছে, প্রেতাত্মারা এখনো ঘোরাফেরা করছে……. তারেক রহমান  সাংবাদিককে হুমকির প্রতিবাদে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবীতে মানববন্ধন মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও অনিয়মের অভিযোগে গণশুনানি টাঙ্গাইলে ক্রিকেট খেলোয়ার কল্যাণ সমিতির আহব্বায়ক মানিক ও সদস্য সচিব মারুফ টাঙ্গাইলের মির্জাপুরে কৃষকদলের শান্তি সমাবেশ বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের তোপের মুখে টাঙ্গাইলের ইউএনও প্রত্যাহার ছাত্রলীগের ১৯ নেতাকর্মীকে ভাসানী বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার দুর্নীতি আর অনিয়মের অভিযোগ পদত্যাগে বাধ্য হলেন টাঙ্গাইল প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ কালিহাতীতে কলেজের জমি স্ত্রীর নামে দলিল করার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে টাঙ্গাইলে শিহ্মার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিহ্মোভ মিছিল
মির্জাপুর ওয়ার্ড আওয়ামীলীগের সাথে এমপি’র শুভেচ্ছা বিনিময়

মির্জাপুর ওয়ার্ড আওয়ামীলীগের সাথে এমপি’র শুভেচ্ছা বিনিময়

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এমপি বলেছেন, নিজেদের মধ্যে মতভেদ ভুলে নেতাকর্মীরা দলের কর্মকান্ডে ঐক্যবদ্ধ থাকলে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের সরকার ঘোষিত সময়ের আগেই দেশকে উন্নত দেশের তালিকায় যুক্ত করতে সক্ষম হবেন।

রোববার সকালে মির্জাপুর পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি-সম্পাদকের নেতৃত্বে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী এমপি একাব্বর হোসেনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে তার বাস ভবনে এলে তাদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এসময় নবনির্বাচিত সভাপতি সম্পাদককে এমপি একাব্বর হোসেন ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।

পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাবেক কাউন্সিলর হাজী মো. সিরাজ মিঞার সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে অন্যদের মধ্যে বক্তৃতা করেন মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সমুন,

মির্জাপুর প্রেসক্লাব সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, কাউন্সিলর শহীদুর রহমান শিপন, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিল মোয়াজ্জেম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলাম,

ইঞ্জিনিয়ার তোফাজ্জল হোসেন, পৌর আওয়ামীলীগ নেতা হাজী আব্দুর রউফ দুলাল, হারুন অর রশিদ সরকার, রফিকুল ইসলাম। এ সময় উপজেলা ও পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840