প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এমপি বলেছেন, নিজেদের মধ্যে মতভেদ ভুলে নেতাকর্মীরা দলের কর্মকান্ডে ঐক্যবদ্ধ থাকলে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের সরকার ঘোষিত সময়ের আগেই দেশকে উন্নত দেশের তালিকায় যুক্ত করতে সক্ষম হবেন।
রোববার সকালে মির্জাপুর পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি-সম্পাদকের নেতৃত্বে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী এমপি একাব্বর হোসেনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে তার বাস ভবনে এলে তাদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এসময় নবনির্বাচিত সভাপতি সম্পাদককে এমপি একাব্বর হোসেন ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।
পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাবেক কাউন্সিলর হাজী মো. সিরাজ মিঞার সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে অন্যদের মধ্যে বক্তৃতা করেন মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সমুন,
মির্জাপুর প্রেসক্লাব সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, কাউন্সিলর শহীদুর রহমান শিপন, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিল মোয়াজ্জেম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলাম,
ইঞ্জিনিয়ার তোফাজ্জল হোসেন, পৌর আওয়ামীলীগ নেতা হাজী আব্দুর রউফ দুলাল, হারুন অর রশিদ সরকার, রফিকুল ইসলাম। এ সময় উপজেলা ও পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।