সংবাদ শিরোনাম:
মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মির্জাপুর সংসদ ছেলে সীমান্ত কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক

  • আপডেট : সোমবার, ১৩ মে, ২০১৯
  • ৯১৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : বাংলাদেশ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সহ সম্পাদক পদে স্থান পেয়েছেন মির্জাপুরের তাহরীম হোসেন সীমান্ত।

সীমান্ত টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের পরপর চার বার নির্বাচিত সংসদ সদস্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেনের একমাত্র ছেলে।

কেন্দ্রীয় ছাত্রলীগ কমিটিতে স্থান পাওয়ায় মির্জাপুরের ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে খুশির জোয়ার বিরাজ করছে।

স্থানীয় নেতাকর্মীরা জানান, বাংলাদেশে ছাত্রলীগের ইতিহাসে এই প্রথম কেন্দ্রীয় কমিটিতে মির্জাপুরের কোন ছাত্র সহ সম্পাদকের মতো গুরুত্বপূর্ন পদে স্থান পেলেন। এজন্য মির্জাপুরের ছাত্রলীগের নেতাকর্মীরা মাননীয় প্রধানমন্ত্রী ও ছাত্রলীগের সভাপতি সম্পাদকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সোমবার বিকালে গণমাধ্যমের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে  ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

তাহরীম হোসেন সীমান্ত আইন বিষয়ে উচ্চতর ডিগ্রী অজনের জন্য লেখাপড়া করছেন। তাহরীম হোসেন সীমান্ত টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের পরপর চার বার নির্বাচিত এমপি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেনের একমাত্র ছেলে।

মির্জাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম জানান. মেধাবী ছাত্রনেতা তাহরীম হোসেন সীমন্ত উচ্চতর ডিগ্রী অর্জনের জন্য বিদেশে অবস্থান করলেও সুযোগ পেলেই দেশে এসে ছাত্রলীগের কর্মকান্ডে সক্রিয়ভাবে অংশ নেন।উপজেলা ছাত্রলীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের সাথে রয়েছে তার সক্ষতা।

গত জাতীয় সংসদ নির্বাচনে ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে নিয়ে নৌকার পক্ষে তরুণ ভোটারদের  আকৃষ্ট করতে মাঠ চষে বেড়িয়েছেন সীমন্ত।তার প্রচারনায় নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়।

ওই সময়ে প্রায় প্রতিদিনই উপজেলার বিভিন্ন স্থানে নির্বাচনী সভা সমাবেশে বক্তৃতা করে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ব্যাপক আলোচনায় সৃষ্টি করেন তিনি।

এদিকে তাহরীম হোসেন সীমন্ত বাংলাদেশ ছাত্রলীগের সহ সম্পাদক মনোনীত হওয়ায় তাকে অভিভনন্দন জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি,

মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাজী আবুল হোসেন, যুবলীগের আহবায়ক শামীম আল মামুন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme