মেয়ের মৃত্যু শোকে মায়ের আত্মহত্যা

মেয়ের মৃত্যু শোকে মায়ের আত্মহত্যা

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে মেয়ের মৃত্যুর শোক সইতে না পেরে বাসুন্তি বণিক নামের এক মা বিষ পানে আত্মহত্যা করেছেন।

শুক্রবার (১১ নভেম্বর) সকালে উপজেলার উয়ার্শী ইউনিয়নের নগরভাত গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম জানায়, প্রানতোষ বণিক ও বাসুন্তি বণিকের মেয়ে পূজা বণিক আট মাস ধরে কিডনি রোগে ভুগছিলেন। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাড়িতে মেয়ের লাশ আনার পর শুক্রবার সকালে মা বাসুন্তি বণিক হেক্সিসল পান করেন। অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাসুন্তি বণিককে মৃত ঘোষণা করেন।

মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840