সংবাদ শিরোনাম:

রেজিষ্ট্রেশনবিহীন হ্যান্ড স্যানিটাইজার বহন করার দায়ে জরিমানা

  • আপডেট : সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ৪২৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল র‌্যাব-১২ এর অভিযানে রেজিষ্ট্রেশনবিহীন হ্যান্ড স্যানিটাইজার বহন ও বিক্রির দায়ে তিনজনকে ৯ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।

(২০ এপ্রিল) সোমবার বিকেলে টাঙ্গাইলের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন আইয়ূবী’র ভ্রাম্যমান আদালত এ রায় দেন।

টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় তিনি জানায়, টাঙ্গাইলে করোনা প্রতিরোধে র‌্যাবের বিভিন্ন ধরনের কর্মসূচি অব্যাহত রয়েছে। এরইধারাবাহিকতায় সোমবার বিকেল থেকে টাঙ্গাইল পৌর এলাকার পলিটেকনিক ইন্সটিটিউট এর সামনে সামাজিক দুরত্ব বজায়, বাড়ির বাইরে অযথা বের হয়ে ঘুরাফেরা বন্ধ এবং লকডাউন সফল করতে একটি চেক পোষ্ট বসানো হয়। এসময় ওষুধ কোম্পানীর তিনজনকে আটক করা হয়।

এরমধ্যে দুইজনের কাছ থেকে আল-মদিনা ফামার্সিউটিক্যালস্ লিমিটেড এর লেভেল সম্বলিত রেজিস্ট্রেশনবিহীন ১৬০ বোতল এবং অপর একজনের কাছ থেকে ৬টি বেনামি প্রতিষ্ঠানের হ্যান্ড সেনিটাইজার জব্দ করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৯ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।

এসময় টাঙ্গাইল ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. নার্গিস আক্তারসহ অনান্য কর্মকর্তার উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme