খায়রুল খন্দকার ,ভূঞাপুর : প্রতিবন্ধীদের দক্ষ, স্বনির্ভর ও স্বাবলম্বী করে গড়ে তুলতে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মাঝে সেলাইমেশিন ও স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার গোবিন্দাসী ইউনিয়নে ” বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়” প্রাঙ্গণে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মাঝে ২টি সেলাইমেশিন ও ৩৫ টি স্কুল ব্যাগ বিতরণ করেন র্যাব-১২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল খায়রুল ইসলাম।
এসময় তিনি বলেন, প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে প্রতিবন্ধী ও হতদরিদ্রদের স্বনির্ভর করে গড়ে তুলতে হবে। প্রতিবন্ধীদের প্রশিক্ষিত ও স্বনির্ভর হতে হবে। নিজের পরিবারকে সচল রাখতে কাজ করতে হবে। প্রত্যেককে স্বপ্ন দেখতে হবে। স্বাবলম্বী ও স্বনির্ভর হতে হবে। তিনি আরো বলেন, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে হবে। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে নিজে মাস্ক ব্যবহার করবেন এবং অন্যকে তা ব্যবহার করতে বলবেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল র্যাবের কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার রওশন আলী, সিনিয়র ডিএডি মোঃ ইব্রাহিম খলিল, গোবিন্দাসী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহআলম প্রামাণিক, ইউপি সদস্য আনোয়ার হোসেন, গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মোঃ বাবলু মন্ডল, গোবিন্দাসী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ স্বপন আহমেদ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।
টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকা থেকে ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২।
শুক্রবার সকালে টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত এক প্রেস বিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের রাবনা বাইপাস এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার মাধ্যমে উত্তরবঙ্গ থেকে ঢাকা যাওয়ার পথে একটি মালবাহী ট্রাক আটক করা হয়। এসময় তিন মাদক ব্যবসায়ী ঠাকুরগাঁও জেলার রানী সংকৈল থানার জয়ডাঙ্গী এলাকার মো: আমিরুলের ছেলে মো: রনি ইসলাম (২৫), ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার রগুনাথপুর এলাকার মো: জাহাঙ্গীর আলমের ছেলে মো: মামুন (৩০) ও ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার ঘিদ্র গড়গাঁও এলাকার মৃত ছোট মোহাম্মদের ছেলে মো: আফসার আলী (২৫) কে আটক করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাকে থাকা ৩শত বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃতরা জানায় দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে ঢাকা ও টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় খুচরা ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্ভুদ্ধ করে আসছিলো।
তিনি আরো বলেন, টাঙ্গাইল র্যাবের এ ধরনের অবৈধ মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।