প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী : লকডাউনের তৃতীয় দিনেও কঠোর বিধি- নিষেধ ও স্বাস্থ্যবিধি লংঘনকারীদের বিরুদ্ধে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুন) উপজেলার এলেঙ্গা পৌরসভার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন কালিহাতি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।
এসময় তিনি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখায় এবং স্বাস্থ্যবিধি না মানায় ১২ জনকে ৪ হাজার ৭ শত টাকা জরিমানা করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুল হাসান জানান করোনা ভাইরাস মোকাবেলায় কঠোর বিধি- নিষেধ বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।