সংবাদ শিরোনাম:
এবারের পুজাটি যেন নতুন বাংলাদেশের পুজা হয়….উপদেষ্টা ফরিদা আখতার গোপালপুরে ঝাওয়াল ইউনিয়নে সেনা সদস্যের বসতবাড়ীতে হামলা ও চাঁদা দাবি ভূঞাপুর পৌর শহরের বাসা-বাড়িতে বৃষ্টির পানি, পৌরবাসীর চরম দুর্ভোগ টাঙ্গাইলে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ১০ শহরের সাবলিয়ার বনফুল টাওয়ার নিয়ে পুলিশের সাবেক কন্সটেবল উজ্জল চক্রবর্তীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন কালিহাতীতে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ অনুষ্ঠিত  ভূঞাপুরে টাইলসের দোকানে চুরি, ল্যাপটপসহ নগদ টাকা লুটপাট  টাঙ্গাইলে ৬ ক্লিনিক ও ফার্মেসীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত টাঙ্গাইল জাতীয়তাবাদী ফোরাম ইউকে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ভূঞাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস গিয়ে পড়লো বসত ঘরের উপর; বৃদ্ধ নিহত, আহত ১০
শাহীন আরা মিষ্টুর দলীয় মিথ্যা পরিচয়ের প্রতিবাদে মহিলা লীগের সংবাদ সম্মেলন

শাহীন আরা মিষ্টুর দলীয় মিথ্যা পরিচয়ের প্রতিবাদে মহিলা লীগের সংবাদ সম্মেলন

প্রতিদিন প্রতিবেদক : দলীয় কোন পদে না থেকেও টাঙ্গাইল শহরের আদালতপাড়ার বাসিন্দা শাহীন আরা মিষ্টু সম্প্রতি শহর মহিলা আওয়ামী লীগের সভাপতি পরিচয় দিয়ে দলীয় ভাবমূতির্ ক্ষুন্ন এবং অন্যান্য নেত্রীদের সম্মান হানি করে বিভিন্ন স্থান থেকে সুবিধা আদায় করে নিচ্ছেন।

তার মিথ্যা পরিচয়ের প্রতিবাদ করেছেন শহর মহিলা আওয়ামী লীগের সভাপতি ফেরদৌসী আক্তার রুনু। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ করেন তিনি।

সম্মেলনে লিখিত বক্তব্যে ফেরদৌসী আক্তার রুনু বলেন, টাঙ্গাইল শহরের চমক বিউটি পার্লারের মালিক শাহীন আরা মিষ্টু সম্প্রতি কক্সবাজারের কতিপয় সাংবাদিকের কাছে নিজের পরিচয় গোপন করে তিনি শহর মহিলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে মিথ্যা পরিচয় দেন।

এর মাধ্যমে তিনি দলকে সাংগঠনিকভাবে অপমান করেছেন। শাহীন আরা মিষ্টু শহর মহিলা আওয়ামী লীগের কোন পদে নেই। তার মিথ্যা ও বানোয়াট পরিচয়ের কারণে দলের ভাবমূর্তি ও সুনাম নষ্ট হয়েছে।

শাহীন আরা মিষ্টুর মিথ্যা পরিচয়ের তীব্র প্রতিবাদ জানান ফেরদৌসী আক্তার রুনু। সম্মেলনে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মনোয়ারা বেগম, সহ-সভানেত্রী ফাতেমা রহমান, মহিলা বিষয়ক সম্পাদিকা জেবুন্নেছা মাহমুদ চায়না, যুগ্ম সাধারণ সম্পাদক রুমা খান, শহর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলী তালুকদার।

মিথ্যা পরিচয় দেয়ার কথা অস্বীকার করে শাহীন আরা মিষ্টু জানান, আমি শহর আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা। আমি দলের মূল সংগঠণের পদধারী নেত্রী। অহেতুক কেন সহযোগি সংগঠণের পরিচয় দেব। কক্সবাজারে অবস্থানরত সাংবাদিকদের তিনি এই পরিচয়ই দিয়েছেন। দলীয় পরিচয় সাংবাদিকরা ভুল লিখতে পারেন বলে দাবি করেন তিনি।

শাহীন আরা মিষ্টু মহিলা বিষয়ক সম্পাদিকা বলে নিশ্চিত করেছেন শহর আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক আলমগীর।

উল্লেখ্য, টাঙ্গাইল শহরের মাহমুদুল হাসান কলেজ মাকের্টের দ্বিতীয় তলার চমক বিউটি পার্লারের মালিক শাহীন আরা মিষ্টু দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন স্থানে বিভিন্ন ভাবে মহিলা আ’লীগের পদের মিথ্যা পরিচয় দিয়ে নিজের সুবিধা আদায় করে নিচ্ছেন।

দলীয় বিভিন্ন সভা-সমাবেশে জেলা ও কেন্দ্রীয় নেতা-কর্মীদের কাছে তিনি শহর মহিলা আওয়ামী লীগের সভাপতি পরিচয় দিয়ে আসছিলেন।

একই সাথে তার দলীয় প্রভাবের দাপটে তার ছেলে দ্বীপ ইতিমধে্য কক্সবাজারে নিহত টাঙ্গাইলের ছাত্রলীগ কর্মী সোহাগ বাবু (১৯) হত্যা সহ বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে লিপ্ত হয়ে পালিয়ে বেড়াচ্ছেন।

দ্বিপকে দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইল পৌর এলাকার ১৪নং ওয়ার্ডের (আদালতপাড়া) এলাকাবাসী।

উল্লেখ্য রয়েছে, টাঙ্গাইল পৌর এলাকার ১৪ নং ওয়ার্ড ছাত্রলীগের ব্যানারে গত (১৫ নভেম্বর) রোববার কক্সবাজার বেড়াতে যায় ৫৩জন বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মী। এ সফরে ছিলেন ১৪ নং ওয়ার্ড ছাত্রলীগকর্মী সোহাগ বাবু শেখ, দ্বীপসহ ৫৩জন ছাত্রলীগকর্মী। বুধবার ফেরার কথা থাকলেও কক্সবাজারের কলাতলীস্থ সি ক্লাসিক রিসোর্টের ৮তলা ছাঁদের উপর থেকে পরে মৃত্যু হয় সোহাগ বাবু শেখের। এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান দ্বীপের মা শাহীন আরা মিষ্টু। সেখানে অবস্থানরত সাংবাদিকদের দলীয় পরিচয় দেন শাহীন আরা মিষ্টু।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840