সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল হরিজন পল্লীতে পূজা নিয়ে মারামারি,গর্ভবতী নারীসহ আহত ৩ গনতান্ত্রিক প্রক্রিয়া চলমান থাকতে হবে: সুলতান সালাউদ্দিন টুকু মধুপুর শালবনে দেখা মিলল বিরল প্রজাতির কেলিকদম গাছ দেশের মানুষ সরকার নির্বাচিত করতে অধীর আগ্রহে আছে- আবুল কালাম বাড়িতে কাফনে মোড়ানো মায়ের লাশ, অশ্রু চেপে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে দুই মেয়ে কালিহাতীতে নকল সরবরাহের দায়ে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বহিষ্কার  ভুতুড়ে বিলের কবলে গোপালপুরের পল্লী বিদ্যুতের গ্রাহকরা মির্জাপুরে ৫ লাখ টাকার চোরাই গাজারী কাঠসহ ৬ জন গ্রেপ্তার মাভাবিপ্রবিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত সখীপুরে এক বেকারিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

সংখ্যা লঘুদের মারধর ঘর বাড়ি মন্দিরে হামলা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ৬৭৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের ঘারিন্দা ইউনিয়নের পায়লা গ্রামে অষ্টপ্রহর চলাকালে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষকে মারধর, বাড়ি-ঘর ও মন্দিরে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। অপরাধীদের অবিলম্বে গ্রেফতার ও দৃস্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌর শহরের শ্রী শ্রী বড় কালীবাড়ীর সামনে ঘারিন্দা ইউনিয়ন গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

পয়লা মন্দির কমিটির সভাপতি ও মামলার বাদী দুলাল রাজবংশী বলেন, শুক্রবার বিকেলে লীলা কীর্ত্তন চলাকালে হাবিব, রাজু ও পারভেজসহ ৭ জনযুবক প্রসাদ খেতে আসেন। তারা বারবার পায়েশ চান। কিন্তু দুই তিনজনকে বার বার পায়েশ দিলেও আরো খেতে চান। পরে পায়েশ না দেওয়ায় প্রসাদ বিতরণকারীর সাথে তর্ক-বিতর্ক হয়। এরপর ওই যুবকরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে হামলা চালায়।হামলায় নারী-পুরুষ শিশুসহ বেশকয়েকজন আহতহন। এরমধ্যে গুরুতর আহতরা হাসপাতালে ভর্তি হয়েছেন।

তিনি আরো বলেন, এ ঘটনায় ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতংক রিবাজ করছে। সাথে সাথে বন্ধ করে দেয়া হয়েছে লীলা কীর্ত্তন অনুষ্ঠান। আমরা থানায় মামলা দায়ের করেছি।সরকার ও পুলিশ প্রশাসনের কাছে অপরাধীদের সুষ্ঠু বিচার চাই।

মানব বন্ধনে বক্তব্যদেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমরেশ পাল, জেলা হিন্দু মহাজোটের সভাপতিপল্টন দত্ত বিপ্লব,পয়লা গ্রামের মন্দির কমিটির সভাপতি দুলাল রাজবংশী ওসাধারণ সম্পাদক বাসুদেব সরকার প্রমুখ। এসময় জেলার বিভিন্ন স্থান থেকে হিন্দু সম্প্রদায়ের শত শত মানুষ অংশ গ্রহণ করেন।

এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানারওসি লোকমান হোসেন বলেন, পায়েশ খাওয়া নিয়ে স্থানীয় কিশোরদের সাথে হিন্দু সম্প্রদায়ের লোকজনদের এ অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। হামলায় ৫ জন আহত হয়েছেন। ২০জন কে আসামী করে থানায় মামলা হয়েছে। প্রত্যক্ষভাবে জড়িত দুইজন হামলা কারীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme