মো.নূর আলম গোপালপুর : টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির কে সংবর্ধনা দিয়েছেন গোপালপুর উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে গোপালপুর উপজেলা হলরুমে, উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস-এর সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা পরিবারের পক্ষ থেকে সোনার নৌকা উপহার ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম শিক্ষকদের মাঝে শিক্ষা সরঞ্জাম বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র রকিবুল হক ছানা, থানা অফিসার ইনচার্জ হাসান আল মামুন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম,
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.রেজাউল করিম, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা ,
আলম নগর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মোমেন, হেমনগর ইউনিয়নের চেয়ারম্যান রহমান খান আইউব, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইন্জিনিয়ার গিয়াস উদ্দীন,
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শ্রী শুকল্লাল দাশ , সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.রফিকুল ইসলাম মুকুল ভিপি ,
প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন, মাধ্যমিক শিক্ষা সমিতির সভাপতি সম্পাদক, জি এম গফফার, মো. শফিকুল ইসলাম সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সহ সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।