প্রতিদিন প্রতিবেদক সখিপুর: সখিপুরে সানস্টার ইনস্টিটিউট অব টেকনিক্যাল এন্ড বিএম কলেজ এমপিওভুক্ত হওয়ায় মঙ্গলবার (০৩ মার্চ ) বিকেলে প্রতিষ্ঠানের প্রাঙ্গনে টাঙ্গাইল-০৮ (সখিপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) কে সংবর্ধনা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রকৌশলী আবিদ হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রকৌশলী মোসলেম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন, সম্পাদক শওকত শিকদার, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম খান, কালিয়া ইউপি চেয়ারম্যান এসএম কামরুল হাসান উরফে হারেজ এসসি, কাকড়াজান ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ, রনি আহমেদ, খান রফিক প্রমুখ।