সংবাদ শিরোনাম:
মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

সখিপুরে নিম্নমানের রাস্তার কাজ বন্ধ করল এলাকাবাসী

  • আপডেট : সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯
  • ৫৫২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক সখিপুর : সখিপুর উপজেলার কচুয়া-আড়াইপাড়া সড়কের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন এলাকাবাসী। নিম্ন মানের ইট ব্যবহার করায় সোমবার (১৮ নভেম্বর) সকালে কচুয়া গ্রামের লোকজন সড়কের নির্মাণকাজ বন্ধ করে দেয়।

এলজিইডির উপজেলা প্রকৌশলী আহসান হাবীব নির্মাণ কাজ বন্ধ করার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার কচুয়া-আড়াইপাড়াবাজার পর্যন্ত দুই কিলো ৯শত মিটার সড়কের নির্মাণ কাজটি পায় রহমান কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

কচুয়া বাজার থেকে ৩২০মিটার ইটের সলিং (এইচবিবি) ও বাকি ২হাজার৫শত ৮০ মিটার কার্পেটিং করার জন্য এক কোটি ১১ লাখ টাকার নির্মাণ কাজ গত ৯ নবেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ইতিমধ্যে কচুয়া বাজার থেকে ইট সলিংয়ের কাজ চলছে।

সোমবার ভোরে নিম্নমানের দুই ট্রাক ইট ওই সড়কের জন্য আনা হয়। সকাল নয়টা থেকে নিম্নমানের ইট দিয়ে কাজ শুরু হওয়ার খবরে কচুয়া বাজার বণিক সমিতি ও গ্রামের লোকজন একত্রিত হয়ে সকাল সাড়ে ১০টার দিকে সড়কের নির্মাণ কাজ বন্ধ করে দেন।

পরে এলজিইডির উপজেলা প্রকৌশলী ঘটনাস্থলে গিয়ে নিম্ন মানের ইট দিয়ে নির্মাণ কাজ করার সত্যতা খুঁজে পান। কচুয়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল আলীম বলেন, প্রথমে কিছু ভাল ইট দিয়ে সড়কের নির্মাণ কাজ শুরু হয়।

সোমবার সকালে নিম্ন মানের ইট দিয়ে কাজ শুরু হওয়ার খবর পাওয়ার পর আমরা সবাই একত্রিত হয়ে ঠিকাদারকে কাজটি বন্ধ রাখার জন্য অনুরোধ করি। পরে কাজ বন্ধ করে নির্মাণ শ্রমিকেরা চলে যায়।

কচুয়া গ্রামের বাসিন্দা আবদুর রহিম বলেন, এখন আমরা অনেক সচেতন। এ দেশ আমাদের, সড়ক আমাদের। আমাদের শ্রম-ঘামের ও ট্যাক্সের টাকায় সড়ক নির্মাণ হচ্ছে, অতএব নিম্ন মানের কাজ করে ঠিকাদার পার হতে পারবে না।

ওই সড়কের নির্মাণ কাজ দেখাশুনার দায়িত্বে থাকা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী আবদুল জলিল বলেন, আমি ঢাকায় প্রশিক্ষণে রয়েছি। সোমবার নিম্নমানের ইট দিয়ে কাজ শুরু করায় গ্রামবাসী বাধা দিয়েছে। আমি উপস্থিত থাকলে হয়তো এ কাজ হতো না। আমার কাজটি গ্রামবাসী করায় তাঁদেরকে ধন্যবাদ জানাচ্ছি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme