সংবাদ শিরোনাম:
কালিহাতীতে নকল সরবরাহের দায়ে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বহিষ্কার  ভুতুড়ে বিলের কবলে গোপালপুরের পল্লী বিদ্যুতের গ্রাহকরা মির্জাপুরে ৫ লাখ টাকার চোরাই গাজারী কাঠসহ ৬ জন গ্রেপ্তার মাভাবিপ্রবিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত সখীপুরে এক বেকারিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা যারা মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরায় তাদের পরিণতিও একই হবে- কাদের সিদ্দিকী নাগরপুরে মোকনা ইউনিয়নে বিএনপি নেতা লাভলু লিফলেট বিতরণ ও বৃক্ষরোপন নাগরপুরে চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন নাগরপুর সদর মীরনগর যুব সংঘ ক্লাবের ফাইনাল খেলা অনুষ্ঠিত পাঁচ বছরেও শেষ হয়নি ২৫৬ মিটার দৈর্ঘ্যের সেতুর কাজ, লাপাত্তা ঠিকাদার

সখিপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিদিনই মারামারির ঘটনা বাড়ছে

  • আপডেট : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৮১৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক সখিপুর: প্রতিবছর সখিপুরে আন্তঃস্কুল মাদরাসা ফুটবল খেলাকে কেন্দ্র করে এলাকাভিত্তিক লোকজনের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করে।উত্তেজনা শেষ পর্যন্ত ঘাত-প্রতিঘাত সংঘাতের মাধ্যমে নিষ্পতি হয়।

এবছরও সখিপুরে চলতি আন্তঃস্কুল মাদরাসা ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষে জড়িয়ে পড়ছে স্থানীয় এলাকাবাসী। বেশ কয়েকটি খেলায় কিছু সমর্থক অপরপক্ষের সমর্থকদের মধ্যে দেশীয় অস্ত্র হাতুড়ি, রড, চেইন ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ রকম সংঘর্ষে আহত হয়ে গত তিনদিনে কমপক্ষে ৫জন আহত হয়ে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে । এর মধ্যে বুধবারের সংঘর্ষে গুরুতর আহত হয়ে শাকিল আহমেদ (১৯) সখিপুর হাসপাতালে ভর্তি হয়েছে।

জানা যায়, বুধবার সকাল ১০টায় উপজেলার পাথার গ্রামের জনতা উচ্চ বিদ্যালয় মাঠে গজারিয়া শান্তিকুঞ্জ ও কেজিকে উচ্চবিদ্যালয়ের খেলা চলছিল। খেলা চলাকালীন গজারিয়া এলাকার শাকিল আহমেদ কেজিকে উচ্চ বিদ্যালয়ের পক্ষ নিয়ে পাথারপুর এলাকার কায়সার (১৭), নিকছন, সিয়াম ও শাকিবের সঙ্গে তর্কে জড়ায়। খেলা শেষে ওই চারজনসহ আরো কয়েকজন মিলে শাকিলকে বেধড়ক পিটুনি দেয়।

স্থানীয় শিক্ষক তাইবুর রহমান ও মিজানুর রহমান তাকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। একইভাব গত সোমবার প্রতিমাবংকী ফাজিল মাদরাসা মাঠে উদয়ন ও বংকী পূর্বপাড়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের খেলা চলাকালীন সময় সংঘর্ষ বাধে।

এতে হাতুড়ি পেটায় উদয়ন উচ্চ বিদ্যালয়ের তিনজন আহত হয়ে চিকিৎসা নিয়েছে। উপজেলার গোহাইলবাড়ি এলাকায়ও সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

শান্তিকুঞ্জ একাডেমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান ভূইয়া বলেন, খেলাগুলো স্থানীয় পর্যায়ে হওয়ায় বেশি সংঘাতের খবর পাওয়া যাচ্ছে। আগের মত উপজেলা শহরের নির্দিষ্ট মাঠে পর্যাপ্ত নিরাপত্তা সহকারে হলে এসব ঘটনা কম ঘটতো।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, খেলা নিয়ে কোনো সংঘর্ষের ঘটনা জানা নেই। দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও স্থানীয়ভাবে গঠিত কমিটি আলোচনার মাধ্যমে সমাধান করেছেন। খেলার বাইরে কিছু ঘটলে সে দায়িত্ব কমিটির নয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme