প্রতিদিন প্রতিবেদক সখিপুর: কেন্দ্রীয় ছাত্রলীগের নতুন ভারপ্রাপ্ত কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে অভিনন্দন জানিয়ে রোববার বিকেলে মিছিল করেছে সখিপুর উপজেলা ছাত্রলীগ।
মিছিলটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তালতলাচত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সখিপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মির্জা শরিফের সভাপতিত্বে উক্ত পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এসএম কামরুল হাসান, উপজেলা যুবলীগ সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর তালুকদার,
উপজেলা ছাত্র লীগ সাধারণ সম্পাদক রাসেল আল মামুন, সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম তুহিন, সাবেক সাধারন সম্পাদক আরিফুল ইসলাম , পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আনিছুর রহমান আনিছ প্রমুখ।
মিছিলে উপজেলা, পৌর, কলেজ ও বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।