প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার বেতুয়া হাই স্কুল প্রাঙ্গনে প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় উপজেলার বহেড়াতৈল ও দাড়িয়াপুর ইউনিয়নের প্রায় ১২টি মাদ্রাসার ২৬ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে।
প্রতিযোগিতার বাছাই পর্বে উপস্থিত ছিলেন কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা বাস্তাবায়ন কমিটির পরিচালক মাওলানা আ: রহিম, বহেড়াতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াদুদ হোসেন, হাফেজ মাওলানা মুফতী আবু রায়হান, মুফতী তৈয়ব হাসান ও আয়োজক সংগঠনের সভাপতি শামীম আল মামুন।
উল্লেখ্য, কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বাছাই পর্বে যে সকল প্রতিযোগী উর্ত্তীন হবে তাদের আগামী ২৮ নভেম্বর ফাইনাল রাউন্ডে অংশ গ্রহণ করবে। সেই সাথে প্রথম স্থান অর্জনকারী পাবেন ২০ হাজার টাকা এবং এক বছরের শিক্ষা বৃত্তি, ২য় স্থান অধিকারী ১০ হাজার টাকা এবং এক বছরের শিক্ষা বৃত্তি ও ৩য় স্থান অধিকারী ৫ হাজার টাকা পুরস্কার এবং এক বছরের শিক্ষা বৃত্তি পাবে। পরবর্তীতে বিজয়ীদের বিভিন্ন পর্যায়ের প্রতিযোগিতায় অংশ গ্রহণ করানো হবে।