সংবাদ শিরোনাম:
সোসাইটি ফর সোস্যাল সার্ভিস এর নির্বাহী পরিচালক আব্দুল হামিদ ভুঁইয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ডিসি অফিসের সরোয়ারের প্রতারণার নতুন ফাঁদ, মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা ভূঞাপুরে সরকারি রাস্তার মাটি কাটার বিষয়ে তদন্তে সার্ভেয়ারের মন্তব্যে এলাকাবাসীর ক্ষোভ ! টাঙ্গাইল মাদকদ্রব্য অধিদপ্তরের ক্যাশিয়ার ফরিদের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ টাঙ্গাইলে সাংবাদিকদের সাথে সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর মতবিনিময় টাঙ্গাইল সদর ৫ আসনের এমপি পদপ্রার্থী সাতিলের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ২৫ বছর পর এসডিএস’র টাকা ফেরত পেলো গ্রাহকরা ডিসি অফিসের সরোয়ারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুদকে! অর্থ লুটের ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তিন কর্মকর্তা বরখাস্ত নাগরপুরে ভুয়া ডাক্তারকে এক লাখ টাকা জরিমানা

সখীপুরে শিশু ধর্ষণ চেষ্টায় গ্রেফতার এক

  • আপডেট : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯
  • ৭৭৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক সখীপুর : সখীপুরে শিশু ধর্ষণ চেষ্টায় ইমন মিয়া (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাঁকে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়।একই সাথে শিশুর ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করতে আদালতে আনা হয়েছে।

ইমন উপজেলার তক্তারচালা গ্রামের ফজল মিয়ার ছেলে।

বিষয়টি এলাকায় ছড়িয়ে পরলে স্তানীয় মাতাব্বররা মীমাংসার চেষ্টায় ব্যার্থ হয়।

পরে সোমবার বিকেলে শিশুটির পিতা বাদী হয়ে সখীপুর থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাতীবান্ধা ইউনিয়নে তক্তারচালা গ্রামে এ ঘটনা ঘটে।

মামলা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ওই শিশু ঘরে একাই খেলা করছিল। শিশুর মা রান্না ঘরে দুপুরের খাবার তৈরিতে ব্যস্ত ছিল।

এ সময় প্রতিবেশী বখাটে তরুণ ইমন ঘরে ঢুকে ওই শিশুকে কোলে নিয়ে খাটে শুইয়ে দেয়। পরে শিশুর পরনের কাপড় খুলে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি চিৎকার করলে রান্না ঘর থেকে মা দৌড়ে এলে বখাটে ইমন ঘর থেকে বের হয়ে পালিয়ে যায়। পরে সোমবার বিকেলে উপজেলার তক্তারচালা গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। 

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, মামলার পর পরই একমাত্র আসামি ইমনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে তাকে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।একই সাথে শিশুর ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করতে টাঙ্গাইল আদালতে নেওয়া হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme