সংবাদ শিরোনাম:
মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ কচু পাতার পানি না-বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় টাঙ্গাইলে জামায়াতের মিছিল টাঙ্গাইলে হত্যা মামলায় যুবক গ্রেপ্তার টাঙ্গাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ; স্থানীয়দের উদ্বেগ, গুরুত্ব নেই প্রশাসনের টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর

সখীপুরে স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত

  • আপডেট : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ২৪৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, সখীপুর: টাঙ্গাইলের সখীপুরে প্রায় এক কিলোমিটার কাঁচা সড়ক মেরামত করেছেন স্থানীয় যুবকরা।

শনিবার উপজেলার ইছাদিঘী গ্রামের আতোয়ার রহমানের বাড়ির পাকা সড়ক হতে আরফান বয়াতির বাড়ি পর্যন্ত রাস্তাটি স্বেচ্ছাশ্রমে সংস্কার করা হয়।

এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, এ সড়ক দিয়ে স্কুল, মাদ্রাসার অনেক শিক্ষার্থী চলাচল করে। দীর্ঘদিন মেরামত না করায় রাস্তাটি প্রতি বর্ষায়ই ক্ষতিগ্রস্ত হয়। তাঁরা এই রাস্তাটি পাকাকরণের দাবি জানিয়েছেন। স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামতের কাজে নেতৃত্ব দেন স্থানীয় যুবক মুন্না, মিন্টু, কামাল, আখতার, জাকিরসহ আরো অনেকে। তারা বলেন, বর্ষায় সড়কটি নষ্ট হয়ে যাওয়ায় নিজেরা রাস্তাটি মেরামত করেন। স্থানীয় কয়েকজন লোক বলেন, সাম্প্রতিক বর্ষায় এ গুরুত্বপূর্ণ কাঁচা সড়কটি ক্ষতিগ্রস্ত হয় এ অবস্থায় এলাকার যুবকরা প্রতিবছরের মতো জনপ্রতিনিধিদের আশ্বাসে বসে না থেকে গতকাল প্রায় এক কিলোমিটার অংশ নিজেরাই মেরামত করেন।

সরেজমিনে দেখা যায়, এ সড়ক দিয়ে ব্যাটারিচালিত ইজিবাইক, অটোরিকশা, মোটরসাইকেলসহ কোনো যানবাহনই চলতে পারেনা। গজারিয়া ইউনিয়ন পরিষদের ০২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম বলেন, সড়কটি দ্রুত ইট সলিং করা হবে।

গজারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এড.আনোয়ার হোসেন বলেন, ৪০ দিনের কর্মসূচি না থাকায় রাস্তাটি সংস্কার করতে পারিনি। আমি দেখেছি এলাকার যুবকরা নিজেদের উদ্যোগে রাস্তটি সংস্করণ করেছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আপাদত বরাদ্দ না থাকায় সড়কটি পাকা করতে পারিনি। তবে সামনে বরাদ্দ পেলেই সড়কটি দ্রুত ইট সলিং করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme