প্রতিদিন প্রতিবেদক সখীপুর : সখীপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষে শনিবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনের উদ্বোধন স্থানীয় সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের।
প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক ইকবাল গফুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব হাসান ইমাম খান সোহেল হাজারী, সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়,
সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শওকত শিকদার, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ,
টাঙ্গাইল প্রেসক্লাব সাংবাদিক কল্যাণ তহবিলের সভাপতি কামনাশীষ শেখর, সাধারণ সম্পাদক ইফতেখাইরুল অনুপম, অধ্যক্ষ সাঈদ আজাদ,
কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম কামরুল ইসলাম হারেজ, সখীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাকিল আনোয়ার।
এ সময় বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।