সংবাদ শিরোনাম:
নিয়ম বর্হিভূত ভাবে ভূঞাপুরে ৯কোটি টাকার জব্দ বালু ৫০ লাখে বিক্রি টাঙ্গাইলে সেফ লাইফ বাংলাদেশের ঈদ উপহার বিতরণ  বাসাইলে মানসিক ভারসাম্যহীন এক ভিক্ষুকে ধর্ষণের চেষ্টা; যুবককে গণধোলাই  টাঙ্গাইল সদর থানায় শ্রেষ্ঠ এসআই শ্রী রামকৃষ্ণ টাঙ্গাইলে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল  সংবাদ প্রকাশের জেরে ঘাটাইলে মানবজমিন প্রতিনিধির ওপর হামলা দায়িত্ব গ্রহণের তিন মাসেই দু’বার শ্রেষ্ঠ সার্কেল অফিসার আরিফ সোনিয়া ফাউন্ডেশনের সোনিয়ার বিরুদ্ধে ভুক্তভোগী রোজিনার সংবাদ সম্মেলন  টাঙ্গাইলের ঘাটাইলে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইলের ঘাটাইলে শারীরিক শিক্ষা শিক্ষক সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল

সদর উপজেলা পিআইও কে মারধরের ঘটনায় ভাইস চেয়ারম্যান নবীনের বিরুদ্ধে মামলা

  • আপডেট : শনিবার, ২৩ মে, ২০২০
  • ৮৫৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসে অনাধিকার প্রবেশ করে মারধর করায় ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুরে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কেএম মমিনুল হক বাদি হয়ে টাঙ্গাইল মডেল থানায় মামলা দায়ের করেছেন।

মামলায় তিনি অভিযোগ করেন, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তার অফিসকক্ষে অবস্থানকালে ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা ও তপু নামক তার অপর এক সহযোগীসহ আরও ৪/৫ জন ওই কক্ষে প্রবেশ করে।

তারা সরকারি কাজে বাধা দিয়ে অবৈধভাবে ত্রাণের কিছু স্লিপ তাকে (পিআইও) দেন। তখন পিআইও উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি ছাড়া অবৈধভাবে ত্রাণ দিতে অস্বীকার করেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে অফিসের দরজা বন্ধ করে দিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন।

এক পর্যায়ে তারা পিআইওকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কিল ঘুষি দেন। এতে তিনি জখম হন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা ভয়ভীতি দেখিয়ে ও হুমকি দিয়ে চলে যান।পিআইও কে মারধরের ঘটনা অস্বীকার করেছেন ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন।

টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার বিসয়টি নিশ্চিত করেছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme