প্রতিদিন প্রতিবেদক: করোনা ভাইরাসের প্রভাবে টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের মালঞ্চ গ্রামে কর্মহীন ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও ওষুধ বিতরণ করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে সদর খানা শ্রমিক দলের উদ্যোগে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণের পূর্বে শ্রমিক দলের আয়োজনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। খাদ্য সামগ্রীতে ৩ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি ডাল, ১ কেজি লবন ও ওষুধ দেয়া হয়েছে।
এসময় টাঙ্গাইল সদর থানা শ্রমিক দলের দলের সভাপতি আমিনুল ইসলাম সুমন, ইউনিয়ন ছাত্রদল নেতা সুজন মাহমুদ, আলী হোসেন, সদর থানা ছাত্রদলের সদস্য সাগর, হাই মাতাব্বর, আর্দশ কোচিংয়ের পরিচালক রাজ আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।