সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের তিনটি মামলায় ১৫ দিনের রিমান্ড হাজারো কৃষকের স্বপ্ন মাটির সাথে মিশে গেলো ডিস লাইনের কর্মচারী থেকে ১০০শ’ কোটি টাকার মালিক বাসাইলে সালিশি বৈঠকে হামলা, আহত ৪ চাকরি জাতীয়করণের একদফা দাবিতে নকল নবিশদের অনির্দিষ্টকালের কর্মবিরতি সখিপুরে বনের জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে দুইদিন ব্যাপী তথ্যমেলার উদ্বোধন ঘাটাইলে ৯ দফা দাবিতে গণসমাবেশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ছবি তুলে ও ভিডিও ধারণ করে মানুষের মন জয় করে নিয়েছেন মীর নাইম ও তার প্রতিষ্ঠান Alfa Creation আসছে ২৯ অক্টোবর টাঙ্গাইলে বিসিবি কর্তৃক বয়সভিত্তিকি ক্রিকেট খেলোায়াড়দের  নিবন্ধন
সাপ্তাহিক শোষিতের কন্ঠ পত্রিকার সম্পাদক নূরুল ইসলাম আর নেই

সাপ্তাহিক শোষিতের কন্ঠ পত্রিকার সম্পাদক নূরুল ইসলাম আর নেই

প্রতিদিন প্রতিবেদকঃ টাঙ্গাইল থেকে প্রকাশিত সাপ্তাহিক শোষিতের কন্ঠ পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কাজী নূরুল ইসলাম ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।

সোমবার (১৪ সেপ্টেম্বর) আনুমানিক রাত ১২ টা সময় বার্ধক্যজনিত কারণে টাঙ্গাইল শহরের হাউজিং স্টেট পশ্চিম আকুর টাকুর পাড়া নিজ বাস ভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, কন্যাসহ অসংখ্যা আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় টাঙ্গাইল কোর্ট চত্বরে মৃত কাজী নূরুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান ও এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর মরহুমের প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি এডভোকেট জোয়েহেরুল ইসলাম (ভিপি জোয়াহের),

টাঙ্গাইল এডভোকেট বার সমিতির সভাপতি মো: আবুল কাশেম, সাধারণ সম্পাদক একে এম নাছিমুল আক্তার, বিএনপি নেতা কাজী শফিকুর রহমান লিটন, শোষিতের কন্ঠ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আলমগীর হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইনজীবী ও আত্মীয়স্বজন অংশ গ্রহন করেছেন। পরে মরহুমের লাশ গ্রামের বাড়ি সখিপুর উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের চাকদহ গ্রামে ২য় নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আলহাজ্ব কাজী নূরুল ইসলাম আইনজীবী, লেখক, কলামিষ্ট, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও একজন আদর্শবান রাজনীতিবিদ ছিলেন। তিনি বঙ্গবন্ধুর আর্দশের লড়াকু সৈনিক ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840