সংবাদ শিরোনাম:

সাবেক মন্ত্রীর অবৈধভাবে দখল করা সরকারি জায়গা উদ্ধার

  • আপডেট : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১
  • ৬৪৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদকঃ টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়া এলাকায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর অবৈধভাবে দখল করা সরকারি ৬৬ শতাংশ জায়গা দখল মুক্ত ও উচ্ছেদ করেছে টাঙ্গাইল জেলা প্রশাসন।

রবিবার ২৪ জানুয়ারী দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোজলীন শহিদ চৌধুরী ও সহকারী কমিশনার ভূমি টাঙ্গাইল সদর মো: খায়রুল ইসলামের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোজলীন শহিদ চৌধুরী বলেন, টাঙ্গাইল জেলা প্রশাসকের নির্দেশনায় টাঙ্গাইল শহরের আকুর-টাকুর পাড়া মৌজায় ২৪২ খতিয়ানের ৭৮৮ দাগে অবৈধভাবে দখলকৃত ৬৬ শতাংশ জায়গা দখল মুক্ত ও উচ্ছেদ করা হয়েছে। মূলত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এই জায়গাটি অবৈধভাবে দখল করে রেখেছিলেন। আমরা জায়গাটি দখল মুক্ত করে টাঙ্গাইল সদর উপজেলা ভূমি অফিসের কাছে হস্তান্তর করলাম।

সাবেক এ মন্ত্রী এই জায়গাটি জাল দলিলের মাধ্যমে আদালতে মামলা করে দীর্ঘদিন যাবৎ দখল করে রেখেছিলেন। পরবর্তীতে সুপ্রীম কোটের রায় আমাদের পক্ষে থাকায় আমরা সে রায়ের ভিত্তিতে এই জায়গা দখল মুক্ত ও উচ্ছেদ অভিযান পরিচালনা করলাম।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme