সংবাদ শিরোনাম:
মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

সোনিয়া ফাউন্ডেশনের সোনিয়ার বিরুদ্ধে ভুক্তভোগী রোজিনার সংবাদ সম্মেলন 

  • আপডেট : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৯৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক:

সোনিয়া ফাউন্ডেশনের সোনিয়া আক্তার এর প্রতারণার শিকার হয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তি নারী রোজিনা আক্তার।

বুধবার (১৯ মার্চ) দুপুর সাড়ে ১১ টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সোনিয়া ফাউন্ডেশনের সোনিয়ার বিরুদ্ধে অভিযোগ করেন টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমুল্লী গ্রামের মৃত করিম শিকদারের মেয়ে ভুক্তভোগী নারী রোজিনা।

অভিযুক্ত সোনিয়া মির্জাপুর উপজেলার জামুর্কি গ্রামের  বাচ্চু মিয়ার মেয়ে সোনিয়া ফাউন্ডেশনের স্বত্বাধিকারী সোনিয়া আক্তার ।

লিখিত বক্তব্যে ভুক্তভোগী নারী রোজিনা জানান, সোনিয়া ফাউন্ডেশনের সোনিয়ার সাথে পরিচয় হওয়ার পর অস্ট্রেলিয়া পাঠানোর কথা বলে আমার কাছ থেকে ১৩ লক্ষ টাকা সহ আমার সাক্ষরিত অগ্রণী ব্যাংকের দুটি ব্লাংক চেক গ্রহণ করেন যার নম্বর ০১৪৯৯০৮৪৭৮ ও ০১৪৯৯০৮৪৮৮, হিসাব নম্বর : ৩৪০৯৪৮৩৯ আদায় করে। 

তিনি আরো জানান, পরবর্তীতে ভিসা দেয়ার কথা বলে বিভিন্ন ধরনের তালবাহানা শুরু করলে এক পর্যায়ে যখন জানতে পারি সোনিয়া ও তার পরিবারের সদস্যরা প্রতারক চক্রের সদস্য তখন আমি আমার টাকা ফেরত দেয়ার কথা বললে আমার নামে বানোয়াট ২০ লক্ষ টাকার মিথ্যা মামলা  দেয়।এছাড়া আমাকে বিভিন্ন সময় হুমকি দিতে থাকে ও প্রাণনাশের কথা বলে।

এ বিষয়ে ভুক্তভোগী রোজিনা জানান বর্তমানে তিনি সন্তান নিয়ে জীবন শঙ্কায় আসন্ন থাকায় তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন ও তার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।

সংবাদ সম্মেলনে টাঙ্গাইল প্রেসক্লাবের সহ-সভাপতি সাহাব উদ্দিন মানিক সহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১৬ মার্চ সোনিয়া ফাউন্ডেশনের সোনিয়ার প্রতারণার শিকার ভুক্তভোগী শিক্ষার্থী শাহরিয়ার ইসলাম সাজুর পরিবার ও এলাকাবাসী সোনিয়াকে আইনের আওতায় সর্বোচ্চ শাস্তির দাবী জানান। পরবর্তীতে ১৮ মার্চ টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সাজুর নিঃশর্ত মুক্তির দাবী জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme