প্রতিদিন প্রতিবেদক : স্ত্রী হত্যার দায়ে টাঙ্গাইল পৌর এলাকার সাহাপাড়ার রবি ঘোষের ছেলে রনি ঘোষের মৃত্যুদন্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
গৃহবধূ মনটি ঘোষের শশুর রবি ঘোষ ও জা পূর্ণিমা ঘোষের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে মামলা থেকে বেকসুর খালাস দেয়া হয়।
মামলায় চলাকালে সাঁজা হওয়ার ভয়ে ঘাতক স্বামী রনি ঘোষ উচ্চ আদালত থেকে জামিন পেয়ে আত্মগোপনে চলে যান।
মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ দন্ড প্রদান করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গাজীপুর জেলার নীলনগর গ্রামের চিনি ঘোষের মেয়ে মনটি ঘোষের সাথে হিন্দুরীতি অনুযায়ী বিগত ২০১৩ সালের ৩০ জুন টাঙ্গাইল শহরের সাহাপাড়ার রবি ঘোষের ছেলে রনি ঘোষের বিয়ে হয়।
বিয়ের মাত্র আড়াই মাসের মাথায় ১০ লাখ টাকা যৌতুকের জন্য ২০১৩ সালের ১৪ সেপ্টেম্বর রাতে টাঙ্গাইল শহরের সাহাপাড়ার স্বামী রনি ঘোষ সহ পরিবারের অন্যরা গৃহবধূ মনটি ঘোষকে গলাটিপে হত্যা করে।
এ বিষয়ে ১৫ সেপ্টেম্বর নিহতের মা চিনি ঘোষ বাদী হয়ে ৫ জনকে অভিযুক্ত করে টাঙ্গাইল মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
তদন্ত শেষে পুলিশ স্বামী রনি ঘোষ, শশুর রবি ঘোষ ও জা পূর্ণিমা ঘোষকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করে।
ট্রাইব্যুনালের পিপি একেএম নাছিমুল আক্তার নাছিম জানান, মামলা চলাকালে স্বামী রনি ঘোষ উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হয়ে সাজা হওয়ার ভয়ে আত্মগোপনে চলে যান।পরে তার অনুপস্থিতিতে আদালতের বিচার কার্য শুরু হয়।
স্বাক্ষী প্রমাণের ভিত্তিত্বে আদালত তাদের এ দন্ডাদেশ প্রদান করেন।
আসামি পক্ষে মামলা পরিচালনা করেন, প্রবীণ আইনজীবী মো. আরফান আলী মোল্লা।