মাসুদুল হক : সরকার ঘোষিত বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সড়ক পরিবহণ নতুন আইনে টাঙ্গাইলে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি হচ্ছে।
“আইন মেনে চলাবো গাড়ী নিরাপদে ফিরবো বাড়ী” এই শ্লোগানে জনসচেতনতা মূলক বিলবোর্ড জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লাগানো হয়েছে।
বিশেষ করে শহরের বাসস্ট্যান্ড, বেবীস্ট্যান্ড সহ বিভিন্ন যানবাহনের রাখার স্থানে লাগানো বিলবোর্ডের লেখা পড়তে ও দেখতে ভিড় করছে বিভিন্ন বয়স ও শ্রেণী পেশার লোকেরা।
টাঙ্গাইল বিআরটিএ,এর সহকারী পরিচালক (ইঞ্জিঃ) মোঃ আবু নাঈম জনগণকে সচেতন ও সরকার ঘোষিত নতুন আইন সম্পর্কে টাঙ্গাইলবাসীকে অবহিত করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন।
এর ধারাবাহিকতায় তিনি বিভিন্ন সময় নানা ভাবে ভিন্ন কৌশলে চালকদের মাঝে নতুন আইন তোলে ধরছেন।
তার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আইন সম্পর্কে জানার জন্য সকল শ্রেণী পেশার জনসাধারণ বিলবোর্ডের সামনে ভিড় করছেন।
একই সাথে নতুন আইন মেনে চলার প্রক্রিয়া সম্পন্ন করতে সকল শ্রেণীর চালকগণ ও সকল যানবাহনের মালিকগণ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে টাঙ্গাইল বিআরটিএ অফিসে ভিড় জমাচ্ছেন।
বিআরটিএ কর্মকর্তা ও কর্মচারিরা সুন্দর পরিবেশে গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছেন।
যে কারণে ক্রমশ বেড়ে চলছে সেবা নিতে আসা গ্রাহকদের সংখ্যা।
টাঙ্গাইল বিআরটিএ, এর জনসচেতনতা মূলক বিলবোর্ড শহরের ব্যাপক আলোড়ন ও গণসচেনতার সৃষ্টি করেছে।