প্রতিদিন প্রতিবেদক ভূঞাপুর : টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের জন্মবার্ষিকী উপলক্ষে ভূঞাপুর শহর ছাত্রলীগের সভাপতি রোহান সরকার ওরফে রোমান নিজস্ব উদ্যোগে ও উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবুর সার্বিক তত্তাবধানে ৫০০ অসহায় নিম্ন আয়ের মানুষের মাঝে রান্না করা খাবারের প্যাকেট বিতরণ করা হয়।
বুধবার (২৭ মে) সন্ধ্যায় ভূঞাপুর বাসস্ট্যান্ড,বাজার এলাকা, পৌরসভা ও টেপিবাড়ি এলাকায় এ খাবার বিতরণ কাজে সহযোগিতা করেন ছাত্রলীগ সদস্য হাসিবুল হক অণিক, নিবীড়, মাহীন, রতন, অণিক।
রোহান সরকার জানান, আমাদের অভিভাবক তানভীর হাসান ছোট মনির জন্মবার্ষিকী কেক কেটে পালন না করে অসহায় মানুষের পাশে দাঁড়াতে বলেছেন।
এমপি মহোদয়ের নির্দেশনাতেই আমার সীমিত সামর্থ্য দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি।