সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে ১৬ সরকারি প্রতিষ্ঠানে উড়ছে না জাতীয় পতাকা টাঙ্গাইলে ওয়ালটনের নন স্টপ মিলিয়নিয়ার অফার উপলক্ষে র‌্যালী কালিহাতীতে আওয়ামীলীগ-সিদ্দিকী পরিবার মুখোমুখি টাঙ্গাইলের তিন উপজেলায় মাঠ-ঘাট চষে বেড়াচ্ছেন প্রার্থীরা টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু রংপুরে শুরু হয়েছে শেখ হাসিনা অনুর্ধ্ব-১৫ টি টোয়েন্টি প্রমীলা ক্রিকেট টুর্নামেন্ট ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে চশমা প্রতীক নিয়ে সাংবাদিক আতিক জনপ্রিয়তায় শীর্ষে ও জনসমর্থনে এগিয়ে ঘাটাইলে সেলাই মেশিন মার্কায় ভোট চাইলেন পৌর মেয়র আব্দুর রশীদ মিয়া টাঙ্গাইলে পুটিয়াজানী বাজারে দোকান ঘর ভাঙ্গচুরের অভিযোগ দেবরের বিরুদ্ধে সিরাজগঞ্জে ২১৬ কেজি গাঁজাসহ আটক ২ ; কাভার্ড ভ্যান জব্দ সাফল্য অর্জনেও ব্যতীক্রম নয় জমজ দুই বোন,  লাইবা ও লামিয়া দুজনেই পেলেন জিপিএ- ৫
অবৈধ অটোরিক্সা আটকের পর আবার ছেড়ে দিলেন মেয়র

অবৈধ অটোরিক্সা আটকের পর আবার ছেড়ে দিলেন মেয়র

বিশেষ প্রতিবেদক: শহরে ব্যাটারি চালিত অটোরিক্সায় নাকাল পৌরবাসী। ফলে টাঙ্গাইল শহরে প্রতিনিয়ত দেখা দিচ্ছে যানজট। আর এ যানজট নিরসনে বিভিন্ন সময়ে পৌর কৃর্তপক্ষ লোক দেখানো ধরপাকরসহ নানা অভিযান করে থাকলেও কাজে আসছে না সাধারণ মানুষের। সম্প্রতি টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা ও জেলা সমন্বয় কমিটির সভায় সকলের উপস্থিতিতে সিদ্ধান্ত হয় শহরে যানজট নিরসনে অবৈধ যেসকল ব্যাটারি চালিত রিক্সা রয়েছে তা জব্দ করা। এরইধারাবাহিকতায় সোমবার সকাল থেকে শহরে যানজট নিরসনে পৌরসভা কর্তৃক অবৈধ ব্যাটারি চালিত অটোরিক্সা আটক করে। তবে রিক্সা শ্রমিকরা এ নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ করেছে। পরে জেলা রিক্সা শ্রমিক ও ইজিবাইক সমিতির নেতাকর্মীরা টাঙ্গাইল পৌরসভার মেয়রের সাথে আলোচনায় বসেন। আলোচনা শেষে মানবিক দিক বিবেচনায় ঈদের আগ পর্যন্ত শহরে অবৈধ অটোরিক্সা চলাচলের অনুমতি দেন এবং ঈদের পরে সকল অবৈধ অটোরিক্সার বৈধ কাগজপত্র না করা হলে পুনরায় রিক্সা গুলো জব্দ করা হবে বলে জানিয়েছেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর।

জানা যায়, সম্প্রতি টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা ও জেলা সমন্বয় কমিটির সভায় সকলের উপস্থিতিতে সিদ্ধান্ত হয় শহরে যানজট নিরসনে অবৈধ যেসকল ব্যাটারি চালিত রিক্সা রয়েছে তা জব্দ করা। এছাড়াও কয়েকদিন আগে শহরের বিভিন্ন এলাকায় টানা তিনদিন অবৈধ রিক্সা বন্ধে মাইকিং করা হয়েছে বলেও দাবি করেছেন পৌরকর্তৃপক্ষ। এরইধারাবাহিকতায় সোমবার সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্ট থেকে মেয়রের নির্দেশনায় প্রায় দুই শতাধিক অবৈধ ব্যাটারি চালিত অটোরিক্সা আটক করে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে রাখা হয়। এসময় রিক্সা চালকরা ক্ষুব্ধ হয়ে শহরের নিরালা মোড়, শহীদ মিনার ও পৌসভার সামনে বিক্ষোভ করে। পরে এ নিয়ে জেলা রিক্সা শ্রমিক ও ইজিবাইক সমিতির নেতাকর্মীরা মেয়রের সাথে বিষয়টি সমাধানের জন্য আলোচনায় বসেন।

বিক্ষুদ্ধ কয়েকজনর রিক্সা চালক বলেন, পৌরসভার মেয়র ও অনান্য কর্মকর্তারা মিলে আমাদের কাছ থেকে জন প্রতি ২০ হাজার টাকা রিক্সার বৈধতা এবং লাইসেন্স বাবদ ৭ হাজার টাকা দাবি করেছে। আমরা গরিব মানুষ দিন আনি দিন খাই। আমাদের পক্ষে এতো টাকা দেওয়া সম্ভব না। আমরা দিন কাজ করে যা পাই তাই দিয়ে বাড়িতে খাবার নিয়ে যাই। এভাবে যদি আমাদের উপর অমানুসিক নির্যাতন করে তাহলে আমার কোথায় যাবো। এমপি ছোট মনিসহ আরো অনেকেই বলেছিল আমারা গরীব মানুষ। আমাদের যতটুকু কম খরচে কাগজপত্র ও লাইসেন্স দেওয়া যায় তার ব্যবস্থা করা। কিন্তু মেয়র ও তার লোকজন তা শুনছে না। আমরা টাকা দিতে পারি নাই বলে আজ আমাদের গাড়ি আটক করেছে। আর অন্য যারা অবৈধভাবে অটোরিক্সা চালাচ্ছে তাদের কেন আটক করছে না। তারা পৌরসভার লোকজনকে টাকা দেয় বলে তাদের গাড়ি ধরবে না। এটা আমরা মেনে নেবো না। প্রয়োজনে আন্দোলন করবো। এভাবে আমরা আর চলতে পারছি না।

এছাড়াও কয়েকজন রিক্সা চালক অভিযোগ করে বলেন, আমরা সকালে গাড়ি নিয়ে বের হই। আর রাস্তায় বের হলেই চিহ্নিত কিছু লোক জেলা রিক্সা শ্রমিক ও ইজিবাইক সমিতির কল্যাণ তহবিল নামে ২০ টাকা করে চাঁদা তুলেন। কিন্তু আমরা তো এ সমিতির অন্তভুক্ত না। তাহলে তারা কিভাবে আমাদের কাছ থেকে টাকা নেয়। এ বিষয়ে জেলা রিক্সা শ্রমিক ও ইজিবাইক সমিতির উপদেষ্টা এডভোকেট আলী ইমাম তপন তেমন কোন সদুত্তর দিতে পারেননি।

রিক্সা আটকের ঘটনায় জেলা রিক্সা শ্রমিক ও ইজিবাইক সমিতির উপদেষ্টা এডভোকেট আলী ইমাম তপন বলেন, আজ সকালে রিক্সা শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে আমাদের সংগঠনের কার্যালয়ে গিয়ে জানায় তাদের রিক্সা গুলো আটক করা হয়েছে। পৌরসভার মেয়রের নির্দেশনায় রিক্সা গুলো আটক করা হয়েছে। পরে আমরা নেতাকর্মীদের নিয়ে মেয়রের সাথে এ সমস্যার সমাধানের জন্য আলোচনা করি। এবং তিনি আমাদের জানিয়েছেন মানবিক দিক বিবেচনায় এই গরীব মানুষদের পরিবারের কথা চিন্তা করে ঈদ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ঈদের পরে যদি কোন রিক্সা অবৈধ থাকে তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর বলেন, শহরের যানজট প্রতিনিয়ত বেড়েই চলেছে। আমি সর্বদা চেষ্ঠা করে যাচ্ছি শহরের যানজট নিরসন কিভাবে করা যায়। এ নিয়ে আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভায় সিদ্ধান্ত হয় যেসকল অবৈধ যানবাহন গুলো আছে তা জব্দ করা। পরবর্তীতে আমরা মাইকিং করেছি যাতে অবৈধ রিক্সা গুলো বৈধ করতে পারে। কিন্তু এতোকিছুর পরও তারা আমাদের কথা শুনেনি। তাই বাধ্য হয়ে এবং যানজট নিরসনে সকাল থেকে কিছু অটোরিক্সা আটক করা হয়। তবে তারা আমাদের নামে যে সকল অভিযোগ করেছেন তা সঠিক না। গত কয়েকদিনে অনেক অবৈধ অটোরিক্সা তাদের বৈধ কাগজপত্র করেছে। তারা যে টাকায় করেছে বাকিদেরও সেই পরিমান টাকায় করতে হবে। এখানে বাড়তি টাকা নেওয়ার কোন প্রশ্ন আসে না। তবে আমরা একটি একটি করে কাজ শুরু করেছি। আপনারা আমাদের পাশে থাকলে, পৌরবাসী আমাদের সাথে থাকলে অবশ্যই সকল অবৈধ যানবাহন যেগুলো আছে তা জব্দ করা সম্ভব হবে। এবং যানজট মক্ত একটি পৌর শহর উপহার দিতে পারবো। তবে সামনে ঈদ। ঈদে গরীব মানুষরা যাতে চলতে পারে মানবিক দিক বিবেচনায় জেলা রিক্সা শ্রমিক ও ইজিবাইক সমিতির নেতাকর্মীদের নিয়ে আলোচনা করেছি। যদি তাড়া আমাদের কথা শুনেন এবং নিয়ম নীতি রক্ষা করেন তাহলে তাদের ছেড়ে দেওয়া হবে। এবং তারা নির্ধারিত সময়ের মধ্যে তাদের কাগজপত্র ও লাইসেন্স করে ফেলবে। তা না হলে ঈদের পর পুনরায় কঠোরভাবে অভৈধ ব্যাচারি চালাতি অটোরিক্সা জব্দ করা হবে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840