প্রতিদিন প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়ায় টাঙ্গাইলে জামায়াতের শোকরানা মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ মে) দুপুরে জেলা জামায়াতের উদ্যোগে টাঙ্গাইল প্রেসক্লাব থেকে মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূর্নরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
এ সময় জেলা আমীর আহসান হাবীব মাসুদ, নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, সেক্রেটারি হুমায়ুন কবির, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মাজহারুল ইসলাম, জামায়াতের জেলা সহকারী সেক্রেটারি হুসনি মোবারক বাবুল, শহর আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, সদর আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।