প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে আঞ্চলিক সংবাদপত্র পরিষদ জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) টাঙ্গাইল প্রেসক্লাবের হল রুমে আঞ্চলিক সংবাদপত্র পরিষদ টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আঞ্চলিক সংবাদপত্র পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ও টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলার সভাপতিত্বে আঞ্চলিক সংবাদপত্র টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক সরকার হাবিবের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আঞ্চলিক সংবাদপত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, আলোকিত কালিহাতীর সভাপতি ও দৈনিক যুগধারার নির্বাহী সম্পাদক আব্দুল আলীম, দৈনিক আজকের টেলিগ্রামের সম্পাদক সাহাব উদ্দিন মানিক, সাপ্তাহিক ইন্তিজারের সম্পাদক এবি এম আব্দুল হাই, সময় তরঙ্গের সম্পাদক কাজী হেমায়েত হোসেন হিমু, দৈনিক টাঙ্গাইল প্রতিদিন সম্পাদক মো: মোস্তাক হোসেন, দৈনিক টাঙ্গাইল সমাচারের সম্পাদক মো:মাসুদুল হক, সাপ্তাহিক সমাজ চিত্রের সম্পাদক মামুনুর রহমান,সাপ্তাহিক লোকধারার সম্পাদক এনামুল হক দীনা, সাপ্তাহিক পাপিয়ার সেলিম তরফদার, সাপ্তাহিক জাহাজমারার সম্পাদক মো:আতিকুর রহমান, সাপ্তাহিক কালেরস্বরের সম্পাদক কবি শামছুজ্জামান জামান, সাপ্তাহিক আমাদের টাঙ্গাইলের সম্পাদক মো:সাইদুর রহমান সহ তাদের পরিবারের সদস্যরা ।