সংবাদ শিরোনাম:
মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

আসছে ২৯ অক্টোবর টাঙ্গাইলে বিসিবি কর্তৃক বয়সভিত্তিকি ক্রিকেট খেলোায়াড়দের  নিবন্ধন

  • আপডেট : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৪০ বার দেখা হয়েছে।

সোহেল রানা: টাঙ্গাইলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কর্তৃক বয়সভিত্তিকি প্রাক-বাছাই ও বয়স নির্ধারণী মেডিকেল টেষ্টের মাধ্যমে ক্রিকেট খেলোায়াড় নিবন্ধন করা হবে। আসছে ২৯ অক্টোবর মঙ্গলবার সকাল ৯.০০ ঘটিকা হতে টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কর্তৃক বয়সভিত্তিকি ক্রিকেট খেলোায়াড়দের মেডিকেল টেষ্টের মাধ্যমে উন্মুক্ত প্রাথমিক বাছাই অনুষ্ঠিত হবে। টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসার মো. অফাজ উদ্দিন এক চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি লিখিত চিঠিতে জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কর্তৃক ২০২৪-২৫ ক্রিকেট মৌসুমে টাঙ্গাইল জেলায় ক্রিকেট খেলোয়াড়দের প্রাক-প্রাথমিক বাছাই ও বয়স নির্ধারণী মেডিকেল টেষ্ট শুরু হতে যাচ্ছে। এ পরিপ্রেক্ষিতে আগামী ২৯ অক্টোবর মঙ্গলবার সকাল ৯.০০ ঘটিকা হতে টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে উন্মুক্ত প্রাথমিক বাছাই অনুষ্ঠিত হবে। উক্ত বাছাইয়ে উপজেলা, স্কুল , কলেজ , ক্লাব ও একাডেমির অন্র্ধ্বু-১৪, ১৬ ও ১৮ বয়সভিত্তিক সকল খেলোয়াড়দের নির্ধারিত সময়ে নিম্নবর্ণিত কাগজ পত্রাদিসহ প্রেরণ করার জন্য অনুরোধ করেন তিনি।

এই বাছাই এ অনুর্ধ্ব -১৪ ১লা সেপ্টেম্বর ২০১০ ইং এর পরবর্তীতে জন্মগ্রহণকারী খেলোয়াড়, অনুর্ধ্ব -১৬ ১লা সেপ্টেম্বর ২০০৮ ইং এর পরবর্তীতে জন্মগ্রহণকারী খেলোয়াড় ও অনুর্ধ্ব -১৮ ১লা সেপ্টেম্বর ২০০৬ ইং এর পরবর্তীতে জন্মগ্রহণকারী খেলোয়াড় অংশগ্রহন করতে পরবে। এই সময় খোলোয়ারদের অবশ্যই ডিজিটাল জন্মনিবন্ধন (অনলাইনকপি) , পিএসসি/জেএসসি/এসএসসি পরীক্ষার রেজিস্ট্রশন কার্ড, র্সাটিফিকেট এবং ছবিযুক্ত এডমিট কার্ড, স্কুল/কলেজের প্রধান শিক্ষক/অধ্যক্ষ কর্তৃক ছবিযুক্ত প্রত্যয়নপত্র, ২ কপি পাসপোর্ট ও ২ কপি স্ট্যাম্প সাইজের ছবিসহ সকল কাগজের মুল কপি এবং ১ সেট ফটোকপি সঙ্গে আনতে হবে। খেলোয়াড়ের অবশ্যই পোষাক (সাদা টিশার্ট, ট্রাউজার) ও খেলার সরঞ্জাম সঙ্গে আনতে হবে।

লিখিত চিঠিতে আর জানানো হয়, প্রয়োজনীয় সকল তথ্যের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঢাকা বিভাগ নর্থ এর সহকারী বিভাগীয় কোচ মোঃ আরাফাত রহমান (টাঙ্গাইল জেলা কোচ ) মোবাইল : ০১৭১১-৭৩০৩৩১ সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme