সোহেল রানা: টাঙ্গাইলে পবিত্র ঈদ-উল-আযহা ২০২৫ উপলক্ষে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নিরাপত্তা ও যানজট নিরসনকল্পে গৃহীত ট্রাফিক ব্যবস্থা সংক্রান্তের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) দুপুরে টাঙ্গাইল পুলিশ লাইন্স এর মাল্টিপারপাসের শেডে জেলা পুলিশের আয়োজনে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সমন্বয় সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।
এসময় টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার সৌদিয়া হাবিব খান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমিরী খান, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার টি এম এ মুকিত, টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার এসএম ইমামুর, যমুনা সেতু সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল, ঢাকা টাঙ্গাইল হাইওয়ে এর সেতু বিভাগের ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক, বাংলাদেশ সেনাবাহিনী টাঙ্গাইলের কমান্ডার লেফটেন্যান্ট ইশতিয়াক, প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ সহ জেলা পুলিশের কর্মকর্তা, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন, সড়ক ও জনপথ, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় ঈদের আগে ও পরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গণপরিবহন এবং যাত্রীদের ভোগান্তি ছাড়া নির্বিঘেœ চলাচলের জন্য বিভিন্ন উদ্যোগ নেয়ার বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় বক্তারা পবিত্র ঈদ-উল-আযহা ২০২৫ উপলক্ষে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নিরাপত্তা ও যানজট নিরসনকল্পে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে।
টাঙ্গাইলের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নিরাপত্তা ও যানজট নিরসনকল্পে দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন।