সংবাদ শিরোনাম:

উপজেলা নির্বাচনে দেলদুয়ারে নৌকা পেলেন ফজলুল হক

  • আপডেট : শনিবার, ২ মার্চ, ২০১৯
  • ৯৮৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক দেলদুয়ার : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নৌকা প্রতীক পেয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক।

চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ ১২১ উপজেলা দলীয় প্রার্থী চুড়ান্ত করেছে।

গত শুক্রবার রাতে আওয়ামীলীগ সভাপতি ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ প্রার্থীতা চুড়ান্ত করা হয়। এতে টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. ফজলুল হকের নাম ঘোষণা করায় রাতেই দেলদুয়ারে মিষ্টি বিতরণ করেন নেতা-কর্মী ও তার সমর্থকরা।

শনিবার সকালে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে মো. ফজলুল হকের নেতৃত্বে এক মিছিল বের হয়।

মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme