সংবাদ শিরোনাম:

এএসপি হত্যাকারীদের শাস্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

  • আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ৪৭৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক কালিহাতী : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৩ ব্যাচের প্রাণরসায়ন বিভাগের মেধাবী ছাত্র এবং ৩১ বিসিএস-এর সিনিয়র এএসপি আনিসুল করিম শিপন হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে টাঙ্গাইল শহীদ মিনারের সামনে জাহাঙ্গীরনগর পরিবার ব্যানারে আয়োজিত ঘন্টা ব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা জাহাঙ্গীররগর পরিবার-এর সভাপতি মো. এমরান, সাধারণ সম্পাদক মোহাব্বত হোসেন খান,

সাংগঠনিক সম্পাদক  আবু রাসেল মো. সাইম, কোষাধক্ষ মো. সোলাইমান হোসেন। এসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।

বক্তারা অবিলম্বে এএসপি আনিসুল করিম শিপন হত্যায় জড়িতদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, রাজধানির আদাবরে মাইন্ড এইড হাসপাতালে স্টাফদের নির্যাতনে সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল করিম শিপনের মৃত্যু হয়।

তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৩৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন এবং ৩১তম বিসিএস শেষে পুলিশে যোগ দেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme