প্রতিদিন প্রতিবেদক : পুলিশ ইন্সপেক্টর মোশারফ হোসেন অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার ও চিকিৎসার দায়িত্ব নিয়ে মানবিকতার পরিচয় দিয়েছেন । তিনি টাঙ্গাইল সদর উপজেলার কাগমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন । সোমবার ( ২ নভেম্বর ) সকাল ১১টায় টাঙ্গাইল শহরস্থ পুরাতন বাসস্ট্যান্ড নাভানা সিএনজি ষ্টেশন এর প্বাশের ময়লার স্তুপ থেকে এক অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করেন ।
পরে সেই অজ্ঞাত ব্যক্তিকে তিনি হাসপাতালে ভর্তি করান । হাসপাতালে ভর্তির পর সুস্থ হলে উদ্ধারকৃত ব্যক্তির ঠিকানা জানা যায ।সেই অজ্ঞাত ব্যক্তির বাড়ি ঝালকাঠির সদর উপজেলায় । তিনি একজন ইলেকট্রিক মিস্ত্রি।তার নাম ইদ্রিস এবং তার বাবার নাম সাত্তার ।
রবিবার সন্ধ্যা ৬টায় ঢাকার বনানী থেকে বাইপাইলের উদ্দেশ্যে বাসে উঠেন।মলম পার্টির সদস্যরা তাঁকে অচেতন করে রাত ১০টায় টাঙ্গাইল শহরস্থ পুরাতন বাসস্ট্যান্ড নাভানা সিএনজি ষ্টেশন এর প্বাশে ময়লার স্তুপে ফেলে যায়। সকাল ১০ টা পর্যন্ত অজ্ঞাত অচেতন ব্যক্তিকে পাগল বা মৃত মনে করে কেউ কাছে আসেনি।
পরবর্তীতে খবর পেয়ে ইন্সপেক্টর মোশারফ হোসেন নিজ কর্ম এলাকার বাইরে গিয়ে নিজ দায়িত্বে অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। এছাড়াও ওই ব্যক্তির চিকিৎসার সকল দায়িত্ব নেন ইন্সপেক্টর মোশারফ হোসেন।
এ বিষয়ে কাগমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোশারফ হোসেন বলেন, আমি প্রথমে মানুষ, তারপর পুলিশ বা পুলিশ ইন্সপেক্টর। একজন মানুষ হিসেবে সকলের দায়িত্ব পরস্পরকে সহযোগিতা করা। উদ্ধারকৃত ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তার পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে, সুস্থ হলে পরিবারের কাছে তাকে হস্তান্তর করা হবে