সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে ১৬ সরকারি প্রতিষ্ঠানে উড়ছে না জাতীয় পতাকা টাঙ্গাইলে ওয়ালটনের নন স্টপ মিলিয়নিয়ার অফার উপলক্ষে র‌্যালী কালিহাতীতে আওয়ামীলীগ-সিদ্দিকী পরিবার মুখোমুখি টাঙ্গাইলের তিন উপজেলায় মাঠ-ঘাট চষে বেড়াচ্ছেন প্রার্থীরা টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু রংপুরে শুরু হয়েছে শেখ হাসিনা অনুর্ধ্ব-১৫ টি টোয়েন্টি প্রমীলা ক্রিকেট টুর্নামেন্ট ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে চশমা প্রতীক নিয়ে সাংবাদিক আতিক জনপ্রিয়তায় শীর্ষে ও জনসমর্থনে এগিয়ে ঘাটাইলে সেলাই মেশিন মার্কায় ভোট চাইলেন পৌর মেয়র আব্দুর রশীদ মিয়া টাঙ্গাইলে পুটিয়াজানী বাজারে দোকান ঘর ভাঙ্গচুরের অভিযোগ দেবরের বিরুদ্ধে সিরাজগঞ্জে ২১৬ কেজি গাঁজাসহ আটক ২ ; কাভার্ড ভ্যান জব্দ সাফল্য অর্জনেও ব্যতীক্রম নয় জমজ দুই বোন,  লাইবা ও লামিয়া দুজনেই পেলেন জিপিএ- ৫
এক সপ্তাহে পিঁয়াজের দাম না কমালে সরকারকে টেনে হেঁচড়ে নামাবো

এক সপ্তাহে পিঁয়াজের দাম না কমালে সরকারকে টেনে হেঁচড়ে নামাবো

মো.শরীফুল ইসলাম সখিপুর : কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, আগামী এক সপ্তাহের মধ্যে পিঁয়াজের দাম ৪০টাকা কেজি না হলে শেখ হাসিনাকে আমি (কাদের) টেনে হেঁচড়ে নামাবো।

শেখ হাসিনা রাত জেগে সকল মন্ত্রনালয়ের খবর নেন আর খালেদা জিয়া সকাল ৮টা পর্যন্ত ঘুমান বলে শেখ হাসিনা বলেন-তাহলে তিনি রাত জেগেও ক্যাসিনোর খবর পাননি।

তিনি বলেন, ছাত্রলীগ-যুবলীগ কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হয় না, শেখ হাসিনা সভাপতি-সম্পাদক বানান-তাদের অপকর্মের দায় তিনি এড়াতে পারেন না।

শুক্রবার সন্ধ্যায় কাদের সিদ্দিকীর সখিপুর বাসায় (দীপ কুড়ি কুশি কুটির) ভোট ডাকাতি দিবসে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমএ সবুর (মেম্বার) এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হাবিবুর রহমান খোকা বীরপ্রতীক, ইকবাল সিদ্দিকী, কুড়ি সিদ্দিকী, এ্যাড.রফিকুল ইসলাম, দুলাল হোসেন, আলমগীর সিদ্দিকী, অধ্যাপাক নাজমুল হাসান।

কাদের সিদ্দিকী বলেন, থুথু উপরের দিকে ফেললে নিজের উপর পড়ে, তাই শেখ হাসিনা সম্পর্কে অনেক কিছু বলার ছিল-বলতে পারলাম না। তিনি বলেন, তারেক রহমানকে নেতা বানাব না বলে ঐক্যফ্রন্ট ত্যাগ করেছি। তিনি আরো বলেন, হাসিনা সরকার আর একটি আসন নয় ৩০০টি আসনেই ভোট ডাকাতি করেছে।

উল্লেখ্য, ১৯৯৯ সালের ১৫ নভেম্বর টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) আসনের উপ-নির্বাচনে তৎকালীন সরকার ব্যাপাক ভোট কারচুপি করেন এবং বড়চওনা ভোটকেন্দ্রে পুলিশের গুলিতে কয়েকজন ভোটার আহত ও পঙ্গুত্ববরন করেন।

এরপর থেকেই প্রতিবছর কাদের সিদ্দিকী ১৫নবেম্বর ভোট ডাকাতি দিবস হিসাবে পালন করে আসছেন। তবে প্রতি বছর বড় জনসভা ও জাতীয় নেতাদের এদিন হাজির করলেও এবার ঘরোয়াভাবে পালন করেছেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840