সংবাদ শিরোনাম:
সাফল্য অর্জনেও ব্যতীক্রম নয় জমজ দুই বোন,  লাইবা ও লামিয়া দুজনেই পেলেন জিপিএ- ৫ নাগরপুরে মুক্তিযোদ্ধা পরিবার রাজপথে, প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত এক স্কুল থেকে এসএসসিতে জিপিএ-৫ পেল জমজ দুই বোন মির্জাপুরে ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইলে মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের গার্ল-ইন- স্কাউটের সদস্যদের ডে ক্যাম্প ভূঞাপুরে সর্বজনীন পেনশন স্কিম অবহিতকরণে সভা দেলদুয়ারে অসহায় দুস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদান গোপালপুরের পরিবহন শ্রমিকদের ডাটাবেজ বা নিবন্ধন তৈরি শুরু যুবককে গাছে বেঁধে মারধরের ঘটনায় তোলপাড় ডিএনএ দিবসে মাভাবিপ্রবিতে শিক্ষার্থীদের দেয়ালিকা প্রদর্শনী
করটিয়ায় বিয়ের দাবিতে ভাতিজার বাড়ীতে চাচী

করটিয়ায় বিয়ের দাবিতে ভাতিজার বাড়ীতে চাচী

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে বিয়ের দাবিতে ভাতিজার বাড়িতে উঠেছে চাচি। এ ঘটনায় এলাকায় সমালোচনার ঝড় বইছে। ঘটনাটি দেখতে শত-শত উৎসুক জনতা ওই বাড়িতে ভীড় জমাচ্ছে। ঘটনাটি ঘটছে টাঙ্গাইল সদর উপজেলার বানিজ্যিক এলাকা করটিয়া ইউনিয়েনের গোসাইবাড়ী কুমুল্লি গ্রামে।

জানাগেছে, গোসাইবাড়ী কুমুল্লি গ্রামের মো. বেলায়েত হোসেনের ছেলে মো. সোহাগ (১৬) প্রতিবেশী সম্পর্কে চাচির (২৬) সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। গত এক বছর ধরে চলছে চাচি -ভাতিজার নিবিড় এ সম্পর্ক । ভালবাসার টানে মঙ্গলবার (২৯ মার্চ) সকালে বিয়ের দাবিতে প্রেমিক ভাতিজা সোহাগের বাড়িতে উঠে পড়েন ।এতে বিপাকে পড়ে উভয়ের পরিবার।

ওইদিন সন্ধ্যায় সোহাগদের বাড়ির উঠানে স্থানীয় ইউপি সদস্য মো.নেছার উদ্দিনের উপস্থিতিতে সালিসি বৈঠক করেন মাতাব্বর হেলাল মোল্লাহ, নজু মন্ডলসহ শতাধিক জনতা। সালিসি বৈঠকে সকলের সামনে চাচি -ভাতিজা দুইজনেই বিয়ের দাবিতে অনড় থাকে। আইনি জটিলতা ( মেয়ে বিবাহিতা-ছেলে নাবালক) থাকায় সালিসে সিদ্ধান্তে চাচিকে পুর্বের স্বামীকে তালাক দেওয়ায় ইউপি সদস্য মো. নেছার উদ্দিন।

এ বিষয়ে করটিয়া ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মো. নেছার উদ্দিন জানান পুর্বের স্বামীকে তালাকের ব্যবস্থা করিয়ে প্রেমিক সোহাগের বাড়িতে মেয়েটি রেখে দিয়েছি। বিয়ের বিষয়ে আইনি জটিলতা থাকায় তাদের বিয়ে দেওয়া সম্ভব হয়নি।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840