সংবাদ শিরোনাম:
মির্জাপুরে তীব্র পানির সংকট নিরসনে শহরের ব্যস্ততম চারটি স্থানে এমপি শুভর নলকুপ স্থানের উদ্যোগ টাঙ্গাইলের মধুপুরে ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষিকা মেয়ে ও জামাতার নির্যাতনে শতবর্ষী বৃদ্ধের মৃত্যুর অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে বারোয়ারী মন্দিরে অগ্নিকাণ্ডে পাল্টাপাল্টি অভিযোগ! টাঙ্গাইলে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের সমাবেশে মির্জাপুরে রাতের আঁধারে কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে পথচারী, রিক্সাচালকদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ ভাসানী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ভূঞাপুরে প্রতীক পেয়েই প্রার্থীদের প্রচারণা নাগরপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা কে কুপিয়ে হত্যা, আটক ৬
কালিহাতীতে অবঃপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে হামলা

কালিহাতীতে অবঃপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে হামলা

প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী: কালিহাতী পৌরসভার হরিপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য হালিম তালুকদারের বাড়ীতে ভাংচুর, হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। একই গ্রামের শুকুর মাহমুদ, ছনি তালুকদার, রনি তালুকদার, মালেক তালুকদারসহ ১৫ থেকে ২০ জন মিলে এ হামলা চালিয়েছে বলে দাবি জানান বাদী পক্ষ ।

এঘটনায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য বাদী হয়ে টাঙ্গাইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কালিহাতী আমলী আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি পুলিশ ব্যুারো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের দায়িত্ব দেন। মামলা করার পর থেকে হামলাকারীদের ভয়ে নিরাপত্তাহীনতায় বাড়ী ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন বাদীর পরিবার।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিহাতী পৌরসভার হরিপুর গ্রামের মৃত. আ: কাদেরের ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল হালিম তালুকদারের সাথে দীর্ঘদিন যাবত একই গ্রামের শুকুর মাহমুদ, মালেক তালুকদার ও রনি তালুকদারদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।

সম্প্রতি ওই বিরোধের জের ধরে জমি বাবদ অবসরপ্রাপ্ত সেনা সদস্যের কাছে তিন লক্ষ টাকা দাবী করেন। দাবীকৃত টাকা দিতে অস্বীকার করায় তার বসতবাড়ী ভাংচুর ও তাকে পিটিয়ে আহত, স্ত্রীকে শ্লীলতাহানী ও মেয়েকে চরথাপ্পর দিয়ে তার কানের দুল, গলার চে্ইন ছিনিয়ে নেয়।

এরপর বাড়ীর আসবাবপত্র ভাংচুর করে ঘরে থাকা নগদ ৪৫ হাজার টাকা নিয়ে চলে যায়। এ বিষয়ে মামলা করলে দেখে নেবে বলে হুমকি দেয়। স্থানীয় একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এসব করায় এলাকাবাসী মুখ খুলতে সাহস পায়নি। এ ঘটনা ও তাদের দ্বারা নির্যাতিত ওই এলাকার ১৫ ব্যক্তি প্রতিকার চেয়ে প্রধানমন্ত্রীর দপ্তরসহ জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরে আবেদন করেছে।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা টাঙ্গাইল পুলিশ ব্যুারো অব ইনভেস্টিগেশনের এসআই হাবিবুর রহমান জানান, মামলাটির তদন্ত চলছে। তদন্তের স্বার্থে এ বিষয়ে আর কিছু বলা যাচ্ছে না।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840