সংবাদ শিরোনাম:

কালিহাতীতে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ অনুষ্ঠিত 

  • আপডেট : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৫ বার দেখা হয়েছে।
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 38;
প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী:টাঙ্গাইল কালিহাতীতে বাংলাদেশ ইসলামী আন্দোলনে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর রবিবার বিকেলে মুক্তমঞ্চে ইসলামী আন্দোলন কালিহাতী উপজেলা শাখার আয়োজনে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা ইসলামী আন্দোলন সভাপতি  মোজাম্মেল হক লাভলু সভাপতিত্বে বক্তব্য করেন প্রধান অতিথি  বাংলাদেশ  ইসলাম আন্দোলন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান।  প্রধান বক্তা ছিলেন লোকমান হোসেন জাফরী।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা ইসলাম আন্দোলনে সভাপতি আকরাম আলী, সিনিয়র সহ- সভাপতি আব্দুল কাদের, সেক্রেটারি আখিনুর আলী, জয়েন্ট সেক্রেটারি আনিসুর রহমান সিল্টু, যুগ্ন সাধারন সম্পাদক মুহাম্মদ আলী, সদস্য সাইফুল ইসলাম, উপজেলা সাবেক সেক্রেটারি মো: শহিদুলইসলাম প্রমুখ। গন সমাবেশটি সঞ্চালনায়  করেন উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি জামিল আল মামুন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme