প্রতিদিন প্রতিবেদক কালিহাতী: কালিহাতীতে বাংড়া নব-জাগরণ সংস্থার উদ্যোগে ২০১৯ সালের পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৮ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বাংড়া নব-জাগরণ সংস্থার কার্যালয়ের সামনে বাংড়া শহীদ আবুল কালাম আজাদ উচ্চ বিদ্যালয় ও বাংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০১৯ সালের পরীক্ষায় ১ম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ ১ম,২য়,৩য় স্থান অর্জনকৃত মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা।
বাংড়া নব-জাগরণ সংস্থার সভাপতি সৈয়দ আবু নাঈম রাজিবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আমিরুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জসিম উদ্দিন, বাংড়া ইউপি চেয়ারম্যান হাসমত আলী নেতা, টাঙ্গাইল মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ সৈয়দ আব্দুর রহমান ও কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম। অনুষ্ঠান পরিচালনা করেন বাংড়া নব-জাগরণ সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ তৌহিদুর রহমান লিটন।