সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’

কালিহাতীতে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ২১৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী: টাঙ্গাইলের কালিহাতীতে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প-জীবনকালীন সরিষার চাষাবাদ কৌশল, বীজ সংগ্রহ ও সংরক্ষণ শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৭ ডিসেম্বর সকালে উপজেলার আগচারানে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)’র গাজিপুর আঞ্চলিক গবেষণা কেন্দ্রের উদ্যোগে এবং তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি” (বিনা অংগ) অর্থায়নে ওই কৃষক প্রশিক্ষনের আয়োজন করা হয়। প্রশিক্ষণে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)’র গাজিপুর আঞ্চলিক গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিনা’র মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আবুল বাসার, বিনা’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রফিকুল ইসলাম, কালিহাতী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল মজিদ ও আগচারান গ্রামের সমাজসেবক সৈয়দ সাজ্জাদ হোসেন প্রমুখ।

প্রশিক্ষণে বক্তারা বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক আমাদের উৎপাদন বাড়াতে হবে। শস্য বিন্যাসে তেল ফসল অন্তর্ভুক্ত করার জন্য স্বল্প-জীবনকালীন আমন চাষের বিকল্প নেই। এক্ষেত্রে বিনা ধান-১৬, বিনা ধান-১৭ চাষ করে খুব সহজেই বিনা সরিষা-৯ এবং বিনা সরিষা-১১ চাষ করতে পারেন। এসময় বক্তারা সরিষার বীজ কর্তন, মাড়াই ও সংরক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও উচ্চ-ফলনশীল বোরো ধান বিনা ধান-২৪, বিনা ধান-২৫ চাষাবাদ কৌশল সম্পর্কিত আলোচনান্তে জাত দুটি চাষ করার সুপারিশ করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme